আজ ২ নভেম্বর, অভিনেতা দীপক চক্রবর্তীর জন্মদিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিতের জন্মদিন। উইকি বলছে, ৬৯ বছরে পা দিলেন চিরঞ্জিত চক্রবর্তী। তবে সত্যিই কি তাই? বয়সটা অবশ্য খোলসা করতে নারাজ অভিনেতা। তবে এবার জন্মদিনটা কলকাতায় নয়, মার্কিন মুলুকে কাটাচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী।
তবে তিনি একা নন, সস্ত্রীক গিয়েছেন সেখানে। সেদেশেই থাকেন অভিনেতার কর্মরতা কন্যা, জামাই ও নাতনি। দেশের বাইরে জন্মদিন কাটাচ্ছেন, কিছু কি ‘মিস’ করছেন? এবিষয়ে ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত জানান, তিনি আলাদা করে কিছু মিস করেন না। প্রতি জন্মদিনই অনেক ফুল, কেক উপহার আসে তাঁর কাছে। তবে সব কেক কাটতে পারেন না, তাই খারাপ লাগে। তবে এবার জন্মদিনটা তাঁর কাছে খুবই স্পেশাল কারণ এবার মেয়ে-জামাই আর নাতনিই সমস্ত আয়োজন করেছেন।
জন্মদিনের স্পেশাল খাওয়াদাওয়া প্রসঙ্গে চিরঞ্জিত জানান, এবার এলাহি খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেছেন তাঁর মেয়ে-জামাই। ১০ জনের মতো লোকজনও নিমন্ত্রিত, আর আদরের নাতনি জিয়া (বয়স ৭) তো রয়েছেই।
নাতনি জিয়ার কথা বলতে গিয়ে চিরঞ্জিত জানান, তাঁরা একটা টিম। মার্কিন মুলুকে তাঁর মেয়ের বড় বাড়ি, সেখানেই নাতনির সঙ্গে লুকোচুরি খেলতে ব্যস্ত থাকেন তিনি। অভিনেতার কথায়, ‘ও লুকিয়ে পড়লে আমি খুঁজেও পাই না’। নাতনির সঙ্গে মিলে একটা ৫০০ পিসের পাজলও তৈরি করে ফেলেছেন বলে জানান। তবে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন অভিনেতা। তাঁর কথায়, ‘দেশে গিয়ে নাতনিকে ছেড়ে কীভাবে থাকব জানি না।’ জানালেন, পুজোর সময় নাতনির স্কুলের অনুষ্ঠান দেখতেও গিয়েছিলেন। বছর ৭-এর জিয়া ক্যারাটে শেষে, ফুটবল খেলে, ব্যালে নাচও শেখে।
অনেকেই জানেন, অভিনয়ের বাইরেও চিরঞ্জিত চক্রবর্তী একজন চিত্রশিল্পী। দারুণ ছবি আঁকেন। আর এবার মেয়ে কাছে গিয়ে তিনটে ছবি এঁকে ফেলেছেন বলেও জানান। অভিনেতার মেয়ে তাঁদের বাড়ির দেওয়ালে ছবি সাজিয়ে রাখেন।
জীবনে কোনও আক্ষেপ রয়েছে কিনা প্রশ্নে চিরঞ্জিত চক্রবর্তী জানান, 'যা চেয়েছিলাম, তার থেকে অনেক বেশি পেয়েছি, আমার কোনও আক্ষেপই নেই, কোনও কিছুু নিয়ে। শুধু সুস্থ থাকতে চাই'।
একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে অভিনয় দুনিয়ায় পা রাখেন চিরঞ্জিত। বহু ছবিতে অভিনয়ের পাশাপশি পরিচালনাও করেছেন তিনি। আবার পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছে। বর্তমানে তিনি বারাসতের তৃণমূল বিধায়ক।