নব্বইয়ের দশকে একাধিক হিট হিন্দি ছবির অংশ থেকেছেন চাঙ্কি পাণ্ডের। সম্প্রতি অভিনেতা অতীতেত স্মৃতিতে ডুব দিয়ে ভাগ করে নিয়েছেন প্রায় তিন দশক পুরোনো শ্যুটিংয়ের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। অভিনেতা জানান, ‘আগ হি আগ’ ছবির শ্যুটিংয়ের সময় তাঁর ভুলের জন্যই পা পুড়েছিল অভিনেত্রী নীলম কোঠারির। পহলাজ নিহালনি প্রযোজিত এই ছবিই ছিল চানকি-নীলম জুটির প্রথম ছবি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমেক দেওয়া সাক্ষাত্কারে চাঙ্কি পাণ্ডের জানান, আমার প্রথম হিরোইন ছিল নীলম। আমার মনে আছে, যখন আমি প্রথম এই ছবি স্বাক্ষর করি এবং পেহলাজজি আমায় জানান এই ছবিতে আমার নায়িকা নীলম…. আমি পাগল হয়ে গিয়েছিলাম। কারণ আমি বরাবর নীলমের ফ্যান ছিলাম। তবে ওর জন্য আমার খারাপ লেগেছিল, কারণ আমি বড় অপরাধী ছিলাম! যখন আমি ছবি সাইন করি আমি প্রযোজককে বলেছিলাম হ্যাঁ, আমি সব জানি… আমি গাড়িও চালাতে পারি, ঘোড়াও চালাতে পারি… মোটর সাইকেল চালানো তো আমার বাঁ হাতের খেলা। তবে সত্যিটা হল আমি শুধুই গাড়ি চালাতে পারলাম, মোটর সাইকেল, ঘোড়া কোনটাই চড়তে পারতাম না'।
এরপর চাঙ্কি পাণ্ডে আরও যোগ করেন, ‘ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে আমাকে নীলমকে মোটরবাইকে করে নিয়ে পালাতে হবে বিয়ের মন্ডপ থেকে। আমি একটু আধটু ট্রেনিংও নিয়েছিলাম। কিন্তু পুরোপুরি পোক্ত হয়নি… আমি ওকে বাইক থেকে ফেলে দিয়েছিলাম… বেচারির পা পুড়ে গিয়েছিল… আমার এতো খারাপ লেগেছিল… আমি ওর কাছে ক্ষমা চেয়েছিলাম… বারবার ক্ষমা চাইছিলাম। আমার সঙ্গে ওর প্রথম ছবিতেই আমি ওকে কষ্ট দিয়েছিলাম। কিন্তু নীলম প্রচন্ড স্ট্রং মেয়ে.. ওই অবস্থাতেও না থেমে শ্যুটিং চালিয়ে গেছে পোড়া পা নিয়ে। শুধু মাত্র পায়ে ব্যান্ডেজ করে ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছিল….. পায়ের রগের পুরো চামড়া পুড়ে গুটিয়ে গিয়েছিল নীলমের.. সবটা হয়েছিল আমার দোষে’।

বলিউডে শুরুটা ভালোই করেছিলেন চাঙ্কি, কিন্তু আমচকাই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান- নিজের মুখেই একথা মেনে নিয়েছেন তিনি। নীলমের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন তিনি। অন্যদিকে দীর্ঘদিন শোবিজ দুনিয়া থেকে গায়েব থাকার পর গত বছর নেটফ্লিক্সের শো ‘ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’ এ দেখা মিলেছে নীলমের। এখন অভিনেতা সমীর সোনির সঙ্গে সুখী গৃহকোণ নব্বইয়ের দশকের হট ফেবারিট নায়িকার।