বামফ্রন্টের তরফে ৫ এপ্রিল একাধিক আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে ডায়মন্ড হারবার, ব্যারাকপুর সহ একাধিক আসন ছিল। আর এই প্রার্থী তালিকা থেকেই জানা যায় এবার বাম শিবিরের হয়ে ব্যারাকপুর থেকে লড়বেন অভিনেতা দেবদূত ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কী জানালেন অভিনেতা?
ব্যারাকপুর কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারার প্রার্থী দেবদূত
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা তথা বাম প্রার্থী জানান, 'আমি ভীত সন্ত্রস্ত নই। মানুষের দুঃখ কষ্টের কথা আমি সংসদে পৌঁছে দিতে চাই। এটা একটি শিল্পাঞ্চল, একাধিক প্রায় ২১টি সচল চটকল রয়েছে, সেখানকার কর্মীরা ঠিকঠাক মজুরি পাচ্ছেন না। পাচ্ছেন না অন্যান্য সুযোগ সুবিধাও। আমি সেগুলো নিয়ে সংসদে কথা বলতে চাই।'
আরও পড়ুন: 'লালদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু
আরও পড়ুন: ফের করণের নিশানায় বলিউড! নাম না করে কার উদ্দেশ্য লিখলেন, 'এটা বক্স অফিস, ইনস্টাগ্রাম রিল নয়'
এদিন একই সঙ্গে দেবদূত জানান যদি তিনি নির্বাচনে জয়ী হন তাহলে তিনি কী কী উপকার করতে পারবেন মানুষের। অভিনেতার কথায়, 'গাছ পুঁতেই কেউ ফলের আশা করেন না। তেমনই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আমরা আবার সরকার গঠন করব। সাধারণ মানুষের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব। দেখব যাতে ১০০ দিনের কাজের মজুরি হিসেবে শ্রমিকরা ৬০০ টাকা করে পান, শ্রমিকদের ২৫০০০ করে বেতন দেওয়া হয় যেন। স্বাস্থ্য, শিক্ষা যাতে নিখরচায় করা যায় সেই চেষ্টা করব।'
আরও পড়ুন: 'রাম' অরুণ গোভিল এবার দশরথ! সঙ্গী 'কৈকেয়ী' লারা দত্ত, প্রকাশ্যে নীতীশ তিওয়ারির রামায়ণের সেটের ছবি
একই সঙ্গে এদিন দেবদূত স্পষ্ট করে দেন যে বিপক্ষে যতই অর্জুন সিংয়ের মতো দুঁদে রাজনীতিক থাকুন না কেন তিনি জয় নিয়ে আশাবাদী। তাঁর কথায়, 'নিরাশা নিয়ে থেকে কী লাভ? আমি প্রবলভাবে আশাবাদী।'