তিনিই বলিউডের সুপার হিরো, তাই হৃত্বিক রোশনের অনুরাগীর সংখ্যা এদেশে কিছু কম নেই। তবে কলকাতায় হৃত্বিকের ‘সবচেয়ে বড় অনুরাগী’ কে জানেন? ইনি অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়। অন্তত তিনি নিজেকে হৃত্বিকের ‘সবচেয়ে বড় ভক্ত’ বলেই মনে করেন। আর তাই হৃত্বিক রোশনের জন্মদিনে সুপারস্টারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন দেবপ্রিয়।
ঠিক লিখেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়?
প্রায়শই হৃত্বিকের চেহারার সঙ্গে 'গ্রিক গড'-এর তুলনা করা হয়। এই তুলনা অবশ্য এক্কেবারেই পছন্দ নয় দেবপ্রিয়র। আর তাই তিনি লিখেছেন, ‘আপনি আমাদের সময়ে অন্যতম জনপ্রিয় সুপারস্টার। আপনাকে গ্রিক গডের মতো দেখতে এই কথা এক্কেবারই মানতে পারি না।’ দেবপ্রিয় মনে করেন, শারীরিক সৌন্দর্য ও পর্দায় তাঁর গ্ল্যামারাস উপস্থিতির কারণে অনেক সময়ই তাঁর ট্যালেন্ট উপেক্ষিত হয়। একবার সেই পর্দাটা সরিয়ে ফেলতে পারলে, তিনি যে কতবড় অভিনেতা, সুপারস্টার সেটা আরও বেশি করে সামনে আসবে বলে মনে করে দেবপ্রিয়।
দেবপ্রিয় জানিয়েছেন হৃত্বিকই তাঁর জীবনে অন্যতম অনুপ্রেরণা। তাই লিখেছেন, 'আমি জানি না, একজন অভিনেতা হিসাবে আমার এই যাত্রা আমাকে কোথায় নিয়ে যাবে। তবে আমি আমার স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি। জীবন নিয়ে ১ সেকেন্ডের জন্য আফসোস করি না। দুই দশকেরও বেশি সময় কেটেছে আমি মঞ্চে পা রেখেছি। আপনিই আমাকে সেই পদক্ষেপ করার সাহস জুগিয়েছেন। আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আমার মতো আরও লক্ষ লক্ষ অনুরাগীর মধ্যে বিশ্বাস তৈরি করার জন্য ধন্যবাদ।
প্রসঙ্গত কলকাতার ছেলে অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় অবশ্য টলিউডের পাশাপাশি বলি পাড়াতেও কাজ করে ফেলেছেন। শাহরুখের সঙ্গে বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হৃত্বিকের সঙ্গে কাজ করার সুযোগ এলে নিশ্চয় করবেন? এবিষয়ে এই সময়ের কাছে অুভিনেতার অভিব্যক্তি ‘আমি তো সামনে গিয়েই অজ্ঞান হয়ে যাব। আমার মনে হয় আমিই কলকাতায় হৃত্বিক রোশনের সবচেয়ে বড় ভক্ত।’ তাঁর কথায়, মুগ্ধ শব্দটা ব্যবহার করলেও তাঁর হৃত্বিকের প্রতি আবেগকে পুরোটা বোঝানা সম্ভব নয়। তাই হৃত্বিকের সঙ্গে তাঁকে কাস্ট করলে পরিচালকদের কাছে তাঁর শর্ত, ‘কোনও ডায়ালগ রাখা যাবে না, কারণ বলতেই পারব না, শুধু তাকিয়ে থাকব।’