
সাবেকি হোক বা মর্ডান, সব সাজেই অনন্যা 'রানিমা', চমকে দিলেন দিতিপ্রিয়া
১ মিনিটে পড়ুন . Updated: 01 Dec 2020, 11:14 AM IST- সাধারণ থেকে অসাধারণ লুকসে ধরা দিলেন 'রানিমা'।
ক্রমশ ফ্যাশন আইকন হয়ে উঠছেন দিতিপ্রিয়া রায়। গাঢ় নীল শাড়িতে, টাইট কার্লের লম্বা চুলে অনন্য লুকসে ধরা দিলেন সকলের প্রিয় ‘রানিমা’। সাধারণ থেকে অসাধারণ লুকসে ধরা দিলেন তিনি। শাড়ি সঙ্গে ফ্রিল দেওয়া-লম্বা হাতার সাবেকি ব্লাউজ সঙ্গে অক্সিডাইজড গয়না। সকলকে চমকে দিলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী।
এমনিতেই দিতিপ্রিয়া রায়ের অগনিত ভক্ত। এবার অসাধারণ লুকে ছবি পোস্ট করতেই তাঁর অনুরাগীর সংখ্যা যেন আরও ক্রমশও বাড়ছে সামাজিক মাধ্যমে। কমেন্টের সেকশনে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁর ভক্তকূল।
দিতিপ্রিয়াকে বেশি সময় ছবি দিতে দেখা যায় ছোট চুল আর পাশ্চাত্য পোশাকে। তবে শাড়িতে এই ছবি যেন নজর কাড়ছে সকলের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সাধারণ করো তবে উল্লেখযোগ্য….’
ছবিতে হাল্কা মেকাপের সঙ্গে চোখে আই স্যাডো এবং নুড লিপস্টিকে দেখা গেছে তাঁকে। ‘করুণাময়ী রাণী রাসমণীর’ রানিমা কিন্তু দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে।