বাংলা নিউজ > বায়োস্কোপ > Farhan Akhtar: ‘কেউ পছন্দ করে, কেউ…’, ‘হাসকি ভয়েস’ হওয়ায় কী প্রতিক্রিয়া পান ফারহান

Farhan Akhtar: ‘কেউ পছন্দ করে, কেউ…’, ‘হাসকি ভয়েস’ হওয়ায় কী প্রতিক্রিয়া পান ফারহান

শীঘ্রই মুম্বইয়ে প্রথমবার লাইভ কনসার্টে ইংরেজি গান পরিবেশন করবেন ফারহান

Farhan Akhtar: শীঘ্রই মুম্বইয়ে প্রথমবার লাইভ কনসার্টে ইংরেজি গান পরিবেশন করবেন ফারহান আখতার। এই লাইভ পারফর্ম্যান্স ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারী এসে সব ওলট-পালট করে দেয়। 

পরিচালক, প্রযোজক, অভিনেতা, গায়ক বহুমুখী প্রতিভাসম্পন্ন ফারহান আখতার। কাল্ট ফিল্ম ‘দিল চাহতা হ্যায়’ (২০০১) দিয়ে পরিচালনায় ডেবিউ করেন তিনি। এরপর ‘লাক বাই চান্স’ (২০০৯) এবং ‘ভাগ মিলখা ভাগ’ (২০১৩)-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। একাধিক ছবির গানে নিজের কণ্ঠ দিয়েছেন। মুম্বইয়ে প্রথমবার লাইভ কনসার্টে ইংরেজি গান পরিবেশন করবেন, আপাতত সেই নিয়ে ব্যস্ত অভিনেতা-গায়ক।

ফারহানের শক্তিশালী কণ্ঠস্বরকে আগাগোরাই ভালোবেসে এসেছেন শ্রোতারা। তবে অভিনেতা-গায়কের মতে এ বিষয় শ্রোতাদের থেকে নাকি ‘মিশ্র প্রতিক্রিয়া’ পেয়েছেন তিনি। ফারহানের কথায়, ‘কিছু মানুষ আছে যাদের পছন্দ হয়েছে, কিছু মানুষের আবার পছন্দ হয়নি। এটা জীবনের অংশ। আপনি আশা করতে পারেন না, আপনি সব সময় যা করছেন তা সবাই ভালোবাসবে। আমি সত্যিই জানি না এটি সম্পর্কে লোকেরা কেমন অনুভব করে অথবা কী প্রতিক্রিয়া দেবে। কণ্ঠস্বর তো ঈশ্বরের প্রদত্ত।’

আরও পড়ুন: ‘কোনও ছবি এখনও প্রস্তুতই হয়নি’, ‘OTT গুজব’ প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন

বছর ৪৮-এর অভিনেতা-গায়ক যোগ করেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যেটা সবথেকে বেশি জরুরি তা হল, যেখানেই যাই সেখানেই আমি মানুষের ভালবাসা অনুভব করি। দিনের শেষে, যাই ঘটুক না কেন, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ যারা আমার কনসার্টে আসবেন তাদের ভালো সময় কাটুক। আমি নিশ্চিত করি আমার অভিনয় যেন ভালো হয়, তেমনি গানও যেন ভালো হয়।’

হেসে হেসে তিনি আরও বলেছেন, 'এগুলির উপর অনেক নজর দিই। আমি ক্রমাগত উন্নতি করছি। আমার মনে হয়, যদি কোনও গায়ক সেই জায়গায় পৌঁছেছেন সেখানে তারা 'এটিই' বলবেন। আমি আরও এগিয়ে যেতে চাই, তাই করছি। এছাড়া, লোকে আমার কণ্ঠ নকল করে, তবে আমার স্টাইল তাঁরা নকল করতে পারবেন না।' মূলত, এই লাইভ পারফর্ম্যান্স ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীর জেরে সবটাই পিছিয়ে যায়। 

 

বন্ধ করুন