অভিনেতা গৌরব চক্রবর্তীকে তো চেনেন। ব্যক্তিগত জীবনে তিনি আবার ঋদ্ধিমার স্বামী, ধীর-এর বাবা। এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন গৌরব। এবার তিনি সঞ্চালকের ভূমিকায়। সৌজন্যে 'সং কানেকশন'। আগামী ৬ মে থেকে প্রতি সোম থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় জি বাংলায় আসতে চলেছে এই নতুন গানের শো।
এদিকে নতুন মা, অভিনেত্রী ঋদ্ধিমাও জিং বাংলায় 'রন্ধনে বন্ধন' নামে একটা রান্নার শো নিয়ে আসছেন। গৌরব-ঋদ্ধিমা জুটিকে তাই এবার নতুন ভূমিকায় দেখা যাবে। আর একথা জেনে বেজায় খুশি অনুরাগীরা।
তবে নতুন শো শুরু করার আগে ছেলে ধীরের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে ফের বেড়াতে চলে গেলেন গৌরব-ঋদ্ধিমা। এবার তাঁদের গন্তব্য সমুদ্র। প্রথমবার বাবা-মায়ের সঙ্গে সমু্দ্র দেখতে গিয়েছে ছোট্ট ধীর।
সমুদ্র সৈকত থেকে ছেলে ধীরের সঙ্গে বেশ কয়েক টুকরো ছবি পোস্ট করেছেন নতুন মা ঋদ্ধিমা নিজেই। ছবিতে গৌরবকে সাদা প্রিন্টেড শার্ট আর সবুজ শটসে দেখা যাচ্ছে। ঋদ্ধিমাকে প্রিন্টেড লং ড্রেসে দেখা যাচ্ছে, আর ছোট্ট ধীরকে সাদা প্রিন্টেড ড্রেসে। তাঁদের সকলের চোখেই রোদচশমা। ক্যাপশানে লিখেছেন, ‘ছোট্ট ছোট্ট পা, সমুদ্রতটের বালি, আর অন্তহীন হাসি আর অনেক গল্প। এখানে স্মৃতি তৈরি হয় সূর্য, সমুদ্র এবং পারিবারিক ভালবাসার মৃদু আলিঙ্গনে।’
গৌরব-ঋদ্ধিমার পোস্ট থেকে জানা যাচ্ছে, তাঁরা এখন থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন। গৌরব-ঋদ্ধিমার এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নীলাঞ্জনা লিখেছেন, ‘ছোট্ট হ্যান্ডসাম ছেলে একটা।’ গৌরব চট্টোপাধ্যায় লিখেছেন, ‘সাদা ফ্রেমের সানগ্লাসে এটা কে রে?’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
গৌরব-ঋদ্ধিমা বরাবরই বেড়াতে ভালোবাসেন। কাজের ফাঁকে সুযোগ পেলেই তাঁরা বেড়াতে চলে যান। কয়েকমাস আগেই দার্জিলিং-এ বেড়াতে গিয়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। তবে আবার দার্জিলিংয়ের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছেন এই তারকা জুটি। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা সাক্ষী রেখেই ঋদ্ধিমাকে প্রেম নিবেদম করতে করছিলেন গৌরব। আর এবার তাঁদের সঙ্গে সেখানে গিয়েছিল ছোট্ট ধীর।
(২০২৩) গত বছর ১৬ সেপ্টেম্বর পুত্র সন্তানের বাবা-মা হন গৌরব-ঋদ্ধিমা। সেদিন পরিবারের নতুন সদস্য আসার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছিলেন তারকা দম্পতি। জানান, তাঁরা ছেলের নাম রেখেছেন ধীর। পরে বেশ কয়েকবার ধীর বাবুর ছবি দেখা গেলেও মুখ দেখা যায়নি। শেষপর্যন্ত গত ১৩ মার্চ মুখে ভাতের ছবি পোস্ট করে ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনেন গৌরব-ঋদ্ধিমা।