বাংলা নিউজ > বায়োস্কোপ > উত্তমকুমারের স্বত্ত্ব নিয়ে আইনি জটে পরিবার, অতনুর অভিযোগ নিয়ে মুখ খুললেন গৌরব

উত্তমকুমারের স্বত্ত্ব নিয়ে আইনি জটে পরিবার, অতনুর অভিযোগ নিয়ে মুখ খুললেন গৌরব

উত্তমকুমার নিয়ে আইনি বিপাকে গৌরব চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস )

'উত্তমকুমার' নিয়ে চরম দ্বন্দ্ব উঠে এল টলিপাড়ায়। গোল বাঁধল মহানায়কের স্বত্ত্ব নিয়ে। এবার উত্তমকুমারের 'স্বত্ত্ব' নিয়ে আইনি নোটিস পেলেন তাঁরই নাতি গৌরব চট্টোপাধ্যায়!

'উত্তমকুমার' নিয়ে চরম দ্বন্দ্ব উঠে এল টলিপাড়ায়। গোল বাঁধল মহানায়কের স্বত্ত্ব নিয়ে। এবার উত্তম কুমারের 'স্বত্ত্ব' নিয়ে আইনি নোটিস পেলেন তাঁরই নাতি গৌরব চট্টোপাধ্যায়! ‘অচেনা উত্তম’-এর প্রযোজনা সংস্থার তরফে মঙ্গলবার সকালে তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। অতনু বসু পরিচালিত ছবি ‘অচেনা উত্তম’-এর প্রযোজনা সংস্থার দাবি চুক্তিপত্রের শর্ত অমান্য করার জন্যেই তাঁদের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধু গৌরব নয়, আইনি নোটিস পাঠানো হয়েছে 'অতি উত্তম' ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর সেই ছবির নির্মাতা সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশন হাউসকেও।

আইনি নোটিশ পাঠানোর পিছনে যুক্তি হিসেবে 'অচেনা উত্তম' ছবির প্রযোজক সংস্থা অলকানন্দা আর্টসের তরফে বলা হয়েছে তাদের সঙ্গে উত্তমের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে স্পষ্ট বলা রয়েছে মহানায়কের নাম ও ছবি অন্য সিনেমায় ব্যবহার করা যাবে না। অথচ সৃজিতের ছবির পোস্টার জুড়ে শুধু উত্তমের ছবিই নেই, সঙ্গে শিরোনামেও রয়েছে মহানায়কের নাম। 

যদিও এ প্রসঙ্গে উত্তম-পৌত্র গৌরব জানিয়েছেন, অলকানন্দা আর্টসের সঙ্গে চট্টোপাধ্যায় পরিবারের যে চুক্তি হয়েছিল তা শুধুমাত্র জীবনীচিত্রের জন্য। আর সৃজিত মুখোপাধ্যায় উত্তমকুমারের বায়োপিক তৈরি করেননি। মহানায়ক অভিনীত বেশ কয়েকটি ছবির শুধুই ক্লিপিংস ব্যাবহার করেছেন। তাছাড়া তাঁর দাদুর সেই ছবিগুলির স্বত্ব যে তাঁর কাছে নেই সেকথাও খোলাখুলি জানিয়েছেন তিনি। বলেন, যে প্রযোজনা সংস্থার কাছে আছে, তারাই স্বত্ব দিয়েছে সৃজিত মুখোপাধ্যায়কে। মহানায়কের পরিবার স্রেফ তা ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আর অলকানন্দা আর্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বহু আগেই সৃজিতের সঙ্গে তাঁর সেসব কথা ও চুক্তির পাট চুকে গেছিল।

অলকানন্দা আর্টসের তরফে আরও অভিযোগ করা হয়েছে, সৃজিতের ‘অতি উত্তম’ ছবিতে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। ওই চুক্তিপত্রে নাকি এও লেখা ছিল মহানায়কের পরিবারের কোনও সদস্য তাঁদের আসল পরিচয় নিয়ে কোনও ছবিতে অভিনয় করতে পারবেন না। করতে চাইলে অলকানন্দা আর্টসের তরফ থেকে অনুমতি নিতে হবে। গোটা চুক্তিপত্রটি যে মোটা টাকার বিনিময়ে স্বাক্ষরিত হয়েছিল সেকথাও ফলাও করে এই প্রযোজনা সংস্থা জানিয়েছে। 

'অচেনা উত্তম' ছবির পরিচালক অতনু বসুর সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। (ছবি সৌজন্যে - ফেসবুক)
'অচেনা উত্তম' ছবির পরিচালক অতনু বসুর সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। (ছবি সৌজন্যে - ফেসবুক)

পাল্টা গৌরব চট্টোপাধ্যায় বলেন, ' অলকনন্দা আর্টসকে দাদুর জীবনীর ওপর ছবি তৈরির স্বত্ব দেওয়া হয়েছে সারা জীবনের জন্য। হিসেব করলে, তার মূল্য হওয়া উচিত কোটির কাছে। কিন্তু আমার মতে, অত টাকার হিসেব তো হয়নি'। পাশাপাশি গৌরব চট্টোপাধ্যের আরও দাবি, অভিনেতা হিসেবে তিনি যে কোনও চরিত্রে অভিনয় করতে পারেন। সেটি তাঁর পেশা। সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবেন না।

সৃজিত মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন যে গোটা ব্যাপারটির সমাধান করতে পারবেন একমাত্র গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর আইনজীবী। আর তাঁদের তরফে খুব তাড়াতাড়ি সেই আইনি নোটিশের জবাব দেওয়া হবে বলে জানান সৃজিত।

বায়োস্কোপ খবর

Latest News

মেয়ের পা ধুইয়ে দিলেন, অষ্টমীতে কুমারী পুজো করলেন শিল্পা শেট্টি স্ত্রীর সঙ্গে বচসার জেরে ৩ সন্তানকে একের পর এক কুয়োয় ফেলে খুন, ধৃত ব্যক্তি সলমনের বাড়িতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সুরক্ষার আশ্বাস দিলেন পরিবারকে সাঁতারে অক্ষয়ের সঙ্গে চিটিং করলেন টাইগার, দেখুন কাণ্ড... তারার সৃষ্টি কোথা থেকে! ১০টি ছবি দেখিয়ে আভাস দিল নাসা ‘মানুষ নেমকহারাম নন’, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, আত্মবিশ্বাসী দীপ্সিতা মধ্যরাতে ঘরোয়া সেলিব্রেশন, বর নীলাঞ্জনকে জন্মদিনে বিগ সারপ্রাইজ দিলেন ইমন স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে, গান গাইলেন কপিল শর্মা আরাবুলকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল, ভাঙড়ে সংগঠন ধরে রাখতে তৎপর শওকত দিল্লির রাস্তায় একের পর এক চলল গুলি, পুলিশের ASI-কে খুন করে আত্মঘাতী বন্দুকধারী

Latest IPL News

অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.