নিজের বোন নেই, পাতানো বোনই প্রত্যেকবার ভাইফোঁটা দেন অভিনেতা জিতু কমলকে। এবারও তার অন্যথা হল না। অভিনেতা জিতু কমলের বাড়িতেই হল ভাই ফোঁটার অনুষ্ঠান। ফোঁটা দিলেন তাঁর অভিনেত্রী বোন শোভনা ভুনিয়া। তবে আরজি কর আবহে এবার আর বেশি জাঁকজমক করে নয়, নেহাতই ছিমছামভাবেই ভাইফোঁটা সারলেন জিতু।
ভাইফোঁটা নিয়ে Hindustan Times Bangla-র তরফে অভিনেতা জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হলেন, তিনি জানান, ‘ আরজি আবহে এবার আমি কোনও উৎসব অনুষ্ঠান নিয়েই সংবাদমাধ্যমকে কিছু বলছি না, বলতেও চাইছি না। তাই ভাইফোঁটা নিয়েও কথা বলতে চাইছি না।’ তবে অভিনেতার নিজের কোনও বোন নেই, অভিনেত্রী শোভনা ভুনিয়া-ই বহু বছর ধরে জিতু কমলকে ভাইফোঁটা দেন। ৩ নভেম্বর ভাইফোঁটার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন জিতু। ক্যাপশানে শুধুই লিখেছেন, ‘ভাতৃদ্বিতীয়া’। নিজের এই পোস্টটি শোভনাকে ট্যাগও করেছেন জিতু কমল।
আরও পড়ুন-ড্রয়িংরুমে ঢুকে পড়ল চিতাবাঘ! ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রোমোতে হাসির রোল, নেটপাড়া বলছে…
আরও পড়ুন-ছেলে ওশ থাকে মায়ের কাছেই, কাঞ্চন আবারও বাবা হয়েছেন শুনেই কী বললেন প্রাক্তন পিঙ্কি?
তবে ভাইফোঁটাই নয়, বহুবছর ধরেই জিতুকে রাখিও বাঁধেন শোভনা। গতবছরও ভাইফোঁটার অনুষ্ঠানে জিতুর বাড়িতে দেখা গিয়েছিল শোভনা ভুনিয়াকে। এবার অগস্টে রাখি পূর্ণিমার দিন অভিনেতাকে রাখিও বেঁধেছেন অভিনেত্রী।
তবে অনেকের মনেই হয়ত প্রশ্ন জাগতে পারে, কে এই শোভনা ভুনিয়া? তাদের জন্য বলি, শোভনাও টেলি অভিনেত্রী। বহু বছর ধরেই টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সান বাংলার 'আশালতা' ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল শোভনাকে। জি বাংলার 'কৃষ্ণকলি' সিরিয়ালে বিজলীর বোন টুম্পার চরিত্রে অভিনয় করেছিলেন। 'সর্বজয়া' সিরিয়ালে নায়কের মেয়ে 'মধুরা'র চরিত্রে অভিনয় করেছিলেন। আবার 'কাদম্বিনী'তেও কাবেরী মিত্রর চরিত্রে দেখা গিয়েছে শোভনাকে। জনপ্রিয় সিরিয়াল 'জগদ্ধাত্রী'তেও দেখা গিয়েছে শোভনাকে।
বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের দৌলতে টলিপাড়ায় বেশ পরিচিত মুখ শোভনা ভুনিয়া। অন্যদিকে অভিনয় দুনিয়ায় জিতু কমলেরও উঠে আসা টেলিপর্দা থেকেই। তবে এখন তিনি বড়পর্দাতেও জমিয়ে কাজ করছেন। শেষবার হত জুলাইতে মুক্তিপ্রাপ্ত 'অরণ্যের প্রাচীন প্রবাদ' ছবিতে দেখা গিয়েছে জিতুকে।