বাংলা, হিন্দি বিনোদন জগতের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। বলিউডের ছবিতে কাজের দিক থেকে পরমব্রত, স্বস্তিকাদের থেকে একধাপ এগিয়ে রয়েছেন যিশু। ‘বাবা,বেবি,ও'র নায়ককে দুলকার সলমন এবং ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সীতা রমন’-এ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে।
পরিচালক হানু রাঘাবাপুড়ির এই ছবিতে, প্রিন্সেসের দাদার ভূমিকায় অভিনয় করেছেন যিশু। যদিও এখন তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলা টেলিভিশন জগতের ছোটপর্দায়। স্টার জলসার এক জনপ্রিয় রিয়ালিটি শো হল ‘সুপার সিঙ্গার সিজন ৪’। বর্তমানে এই শো-এর মঞ্চে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। একসময় এই ছোটপর্দা দিয়েই বিনোদন জগতের সফর শুরু করেছিলেন অভিনেতা।
টেলিভিশনের পর্দায় একেবারে নতুন ভূমিকায় যিশু। ধরা দেবেন শ্রীচৈতন্যের অবতারে। ‘সুপার সিঙ্গার সিজন ৪’ নতুন প্রোমোতে এই অবতারে দেখা মিলেছে শো-এর সঞ্চালকের। ‘সুপার সিঙ্গার সিজন ৪’ মঞ্চেই শ্রীচৈতন্যদেবের অবতারে ধরা দেবেন যিশু। রিয়ালিটি শো এর এক প্রতিযোগী অনুরাধা, সুপার সিঙ্গারের মঞ্চে শ্রীচৈতন্যদেবের ভজন কীর্তন গান গাইবেন। তাঁর গানেই মুগ্ধ হয়ে শ্রী চৈতন্যদেবের রূপে মঞ্চে হাজির হবেন অভিনেতা-সঞ্চালক।
যিশুকে শ্রীচৈতন্যদেবের রূপে দেখে মুগ্ধ অনুরাগীরা। উল্লেখ্য, এই সপ্তাহে 'সুপার সিঙ্গার সিজন ৪' শ্রোতাদের জন্য কিছু সুরেলা ট্রিট রয়েছে। বলিউড গায়িকা শিল্পা রাও, যিনি শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সর্বশেষ চার্ট-বাস্টার 'বেশারম রঙ' সহ 'খুদা জানে' (বাচনা এ হাসিনো সিনেমা থেকে), 'মুদি মুদি' (পা সিনেমা থেকে)-এর মতো গান গেয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন এই রিয়ালিটি শোয়ে।
জানা যাচ্ছে, শিল্পা গানের রিয়ালিটি শো-এর একটি বিশেষ পর্বের শ্যুটিং করতে কলকাতায় এসেছিলেন। শুধু তাই নয়, দর্শকদের জন্য আরও একটি চমক নিয়ে এসেছেন ‘সুপার সিঙ্গার’ নির্মাতারা। অনুষ্ঠানটিকে আরও সুরেলা করতে, বিশেষ অতিথির তালিকায় রয়েছেন অনুপম রায়ও। যেখানে শিল্পার পাওয়ার-প্যাকড পারফরম্যান্স মঞ্চকে আলোকিত করবে, রূপম এবং অনুপমের ডুয়েট গানে অবশ্যই শ্রোতাদের মন জয় করবে।