বাংলা নিউজ > বায়োস্কোপ > ফ্লোরে বাবাকে স্যার বলে ডাকতাম! অভিনেতা জয়জিৎ এবার পরিচালকের ভূমিকায়

ফ্লোরে বাবাকে স্যার বলে ডাকতাম! অভিনেতা জয়জিৎ এবার পরিচালকের ভূমিকায়

অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়। 

পিতা-পুত্রের মিলিত টুইস্ট নিয়ে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের শর্ট ফিল্ম শীঘ্রই আসতে চলেছে দর্শকের সামনে।এখানে পরিচালকের ভূমিকায় রয়েছেন জয়জিৎ নিজেই, এবং একমাত্র অভিনেতা হিসেবে কাজ করেছেন তাঁর পিতা, থিয়েটার ব্যক্তিত্ব জয়ন্তমোহন বন্দোপাধ্যায়। ছবির বিষয়বস্তু নিয়ে HT Bangla-র সঙ্গে আড্ডা দিলেন জয়জিৎ।

বাবা ও ছেলে মিলে এবার এক অন্য টুইস্ট! খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব জয়ন্তমোহন বন্দোপাধ্যায় এবং তাঁর পুত্র, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ জয়জিৎ বন্দোপাধ্যায় মিলে তৈরি হল এক সংক্ষিপ্ত চলচিত্র। এখানে কিন্তু পুত্র জয়জিৎ রয়েছেন পরিচালকের আসনে। এবং ছবির একমাত্র চরিত্রে অভিনয় করেছেন পিতা জয়ন্তমোহন বন্দোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছেন অলিভিয়া রায়। জয়জিৎ জানিয়েছেন, জিকো, অভিজিৎ, অলিভিয়ারা পাশে না থাকলে এই কাজটা সম্ভব হতো না। 

ছুটির মেজাজে বাবা জয়ন্তমোহন বন্দোপাধ্যায়ের সঙ্গে জয়জিৎ।
ছুটির মেজাজে বাবা জয়ন্তমোহন বন্দোপাধ্যায়ের সঙ্গে জয়জিৎ।

জয়জিৎ এই ছবি সম্বন্ধে আমাদের জানান,'মূলত জীবনকে উজ্জীবিত করার ইতিবাচক ভাবনাই তুলে ধরার চেষ্টা করেছেন এই ছোট ছবির মধ্যমে। ছবিতে কোনও সংলাপ ব্যাবহার করা হয় নি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভূমিকা এই ছবিটিতে অবশ্যই এক অন্য মাত্রা যোগ করবে'। ছবির গল্প এবং চিত্রনাট্য  জয়জিৎ-এর নিজের। ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অভিজিৎ নন্দী। সম্পাদনা নীলাদ্রি রায়। প্রোডাকশন ডিজাইন করেছেন জিকো অধিকারী। 

 তিনি বলেন, ‘ এর আগেও পরিচালনার কাজ করেছি, তবে এই প্রথম বাবাকে ডিরেক্ট করছি। বাপ ব্যাটা মিলে একটা মনের মতো কাজ, স্বভাবতই একটা উত্তেজনা তো থাকবেই! আসলে আমি এমন একজন মানুষ খুঁজছিলাম যাঁর বয়স, চেহারা এবং ম্যানারিজম অনেকটা আমার বাবার সঙ্গে  মিলে যায়। তাই বাবাকেই প্রথম অ্যাপ্রোচ করি এই চরিত্রটার জন্য। বাবা রাজি হতেই কাজ শুরু করি। বাবা মূলত থিয়াটারের মানুষ। থিয়েটারের কিছু ট্রিটমেন্ট রয়েছে যা বাবার কাছ থেকে খুব সহজেই পেয়েছি। এবং ওটাই ছবির জন্য প্রয়োজন ছিল। এই ছবিটা মূলত ফেস্টিভ্যালের জন্যই তৈরি করা।  ছবিটি নির্মান হয়েছে সাদা কালোয়।

নাট্য ব্যক্তিত্ব জয়ন্তমোহন বন্দোপাধ্যায়।
নাট্য ব্যক্তিত্ব জয়ন্তমোহন বন্দোপাধ্যায়।

'রিষড়ার একটি বাড়িতে ছবির শুটিং হয়।  শুটিং চলাকালীন ফ্লোরে আমরা সবাই যথেষ্ট প্রফেশনালিজম রেখেই কাজ করেছি। বাবাকে আমি স্যার বলে সম্বোধন করতাম, আর বাবা আমার সঙ্গে ‘আপনি ’ করে কথা বলত। ফলে মনে হতো কোনও ব্যক্তিগত সম্পকের কারণে নয়,  শুধুমাত্র কাজের জন্যই আমরা একত্রিত হয়েছি। এবং প্রত্যেকেই পেশাদার।  বাবাকে কিন্তু খুব খাটিয়েছি শুটিংয়ে। মাঝেমধ্যে চিৎকার চেঁচামেচিও করে ফেলেছি।  আসলে যতক্ষণ না মনের মতো শট পাচ্ছিলাম ততক্ষণ কাজ করিয়ে গিয়েছি। বাবার এখন ৭২ বছর বয়স। উনিও যথাসাধ্য নিজেকে উজাড় করে দিয়েছেন।

অনেক সময় এমন অনেক ভাবনা মনের মধ্যে ঘুরপাক খায় যা সবসময় ভাষায় প্রকাশ করার প্রয়োজন হয় না, আমাদের প্রতিদিনের যাপনের মধ্যে দিয়েই প্রতিফলিত হয় ভিন্ন ভিন্ন দর্শন। যা রেখে যায় অনেক আলো এবং পজিটিভ কিছু চেতনা, যা আজকের পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক। আমার এই ছবিটিও খানিকটা তেমন। বলা যেতে পারে পুরো ছবিটিই একটি মুভিং কোলাজ। কাজটা ভালো করে শেষ করতে পেরে নিজেরই ভালো লাগছে।  পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। কিন্তু যতক্ষণ না পুরো কাজটা শেষ হচ্ছে ততক্ষণ সন্তুষ্ট হতে পারছি না। চেষ্টা করব ফেস্টিভ্যালে পাঠানোর সময় কিছু বিশিষ্ট পরিচালক, সংবাদমাধ্যম এবং সিনেমাপ্রেমী মানুষেরদের আমাদের এই ভালোবাসার ছবিটি দেখানোর।’ 

বায়োস্কোপ খবর

Latest News

প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.