বাংলা নিউজ > বায়োস্কোপ > Karisma Kapoor: নতুন বছরে ছুটি কাটাতে সৈকত শহরে করিশ্মা, শেয়ার করলেন ‘সোনালি মুহূর্তে’র ঝলক

Karisma Kapoor: নতুন বছরে ছুটি কাটাতে সৈকত শহরে করিশ্মা, শেয়ার করলেন ‘সোনালি মুহূর্তে’র ঝলক

নতুন বছরে ছুটি কাটাতে সমুদ্র শহরে করিশ্মা কাপুর

Karisma Kapoor: শীঘ্রই করিশ্মাকে দেখা যাবে 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'-এ। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। ছবিতে একজন গোয়েন্দার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী।

এমনিতেই দুই কাপুর কন্যার লাস্যের ছটায় বুঁদ নেটপাড়া। সদ্য নেটমাধ্যমে নতুন আকর্ষণীয় ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী করিশ্মা কাপুর। বছরের শুরুতে সুমদ্র সৈকতের ধারে ছুটি কাটাচ্ছেন, নেটমাধ্যমের পাতায় ‘সোনালি মুহূর্ত’-এর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

ওভার সাইজ সাদা টপের সঙ্গে ডেনিম জিনস পরেছেন করিশ্মা। চোখে রোদচশমা। খোলা চুলে লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সমুদ্র সৈকতের ধারে কোনও এক শহরে বছরের প্রথম দিনগুলি ছুটি কাটাচ্ছেন নায়িকা। রৌদ্রজ্জ্বল দিনের ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে করিশ্মা লিখেছেন, ‘সূর্যকে অনুসরণ করে, যেখানেই সে নিয়ে যায়।’

আরও পড়ুন: টিভি শো হোস্ট করে কোটিতে আয় সলমন থেকে করণের, পারিশ্রমিকের অঙ্ক শুনলে চমকে উঠবেন

ইনস্টাগ্রামে শেয়ার করা ছোট্ট ভিডিয়োতে করিশ্মা তাঁর ছুটি কাটানোর ঝলক তুলে ধরেছেন। নেটিজেনরা পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

১৯৯১ সালে ববিতা কাপুর এবং রণধীর কাপুরের কন্যা করিশ্মা ‘প্রেম কয়েদি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। তিনি হচ্ছেন কাপুর পরিবারের প্রথম মহিলা যিনি বাড়ির বাইরে পা রাখেন এবং দারুন জনপ্রিয়তা অর্জন করেন। নব্বইয়ের দশকের বহু পুরুষের হার্টথ্রব ছিলেন তিনি।

শেষবার করিশ্মাকে ২০২২ সালে জি-৫ এবং অল্ট বালাজি-এর ‘মেন্টালহুডে’ দেখা গিয়েছিল। মাঝে টেলিভিশনের বেশ কিছু শোয়ে অতিথি কিংবা অতিথি বিচারক হিসেবে দেখা যায় তাঁকে।

শীঘ্রই করিশ্মাকে দেখা যাবে 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'-এ। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা 'ব্রাউন'। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী। একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে।

বন্ধ করুন