বাংলা নিউজ > বায়োস্কোপ > লাল টুকটুকে অন্তর্বাসে ছবি পোস্ট কাশ্মীরার, সমালোচদের দিলেন কড়া জবাব

লাল টুকটুকে অন্তর্বাসে ছবি পোস্ট কাশ্মীরার, সমালোচদের দিলেন কড়া জবাব

কাশ্মীরা শাহ।

অভিনেত্রী কাশ্মীরার মতো শরীর পেতে চান অঙ্কিতা লোখান্ডে! নিজেই জানিয়েছেন নায়িকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে অন্তর্বাসে ছবি পোস্ট করেছেন টেলি অভিনেত্রী কাশ্মীরা শাহ। ‘সমালোচক’দের একহাত নিয়েছেন টেলি অভিনেত্রী। অন্তর্বাস পরে পোজ দিয়ে কাশ্মিরা তাঁর ‘সমালোচকদের’ চ্যালেঞ্জ করেছেন। বলেছেন, যতটা তাঁরা চেয়েছিলেন তাঁকে ততটা ট্রোল করার জন্য। 

বিছানার ওপর লাল অন্তর্বাসে কাশ্মীরা। গায়ের নীল রঙের শাটিনের টি-শার্ট। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার ইতিমধ্যে যথেষ্ট সমালোচক রয়েছে। কিন্তু আমি সবচেয়ে জোরে যে কণ্ঠস্বর শুনি তা আমার নিজের। আমি আমার নিজের চিয়ার লিডার। সুতরাং এগিয়ে যান এবং একটি ফিল্ড ডে ট্রোলিং করুন। আপনাদের জীবনের সঙ্গে কিছু করার দরকার, আমার প্রিয় বিদ্বেষীরা’।

কমেন্ট সেকশনে অভিনেত্রী তাঁর ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকে সমর্থন পেয়েছেন। অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে লিখেছেন, ‘তাই কাশ্মীরার থেকে অনুপ্রাণিত হয়ে ওঁর মতো শরীর পেতে চাই’। অভিনেত্রীর কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগী এবং সহকর্মীদের কমেন্ট। 

কৌতুক অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী কাশ্মীরা শাহ। কাশ্মীরা জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১ এবং নাচ বালিয়ে সিজন ১-এ উপস্থিত হয়েছিলেন। 

 

বন্ধ করুন