মাঝরাতে উঠে নাকি খেতে শুরু করেন অভিনেতা কৌশিক ভট্টাচার্য। ভাবছেন তো এসব কী বলছি! তবে ঠিকই শুনছেন। সম্প্রতি দিদি নম্বর ১-এ এসে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে একথা ফাঁস করেন অভিনেতা কৌশিকের স্ত্রী পল্লবী।
রচনা বন্দ্যোপাধ্যায় জিগ্গেস করেছিলেন, কী কী ‘ছেলেমানুষী’ (শিশুসুলভ কাণ্ড) এখনও আছে কৌশিক? তারই উত্তরে কৌশিক ভট্টাচার্য বলেন, ‘ওই যে মাঝরাতে উঠে খাওয়া।’ রচনা অবাক হয়ে বলেন, ‘ঘুম থেকে হঠাৎ উঠে খেতে শুরু করে দাও!’
বিষয়টা খোলসা করে কৌশিকের স্ত্রী পল্লবী ভট্টাচার্য। পল্লবী বলেন, ‘ভোরবেলা এক একদিন এমন হয়, আমি ঘুমিয়ে রয়েছি, হঠাৎ করে দেখলাম ঘরের মধ্যে খচর খচর আওয়াজ। আমি ভাবলাম কিছু ঢুকল! ইঁদুর, বিড়াল ঢুকল নাকি! তারপর দেখলাম উনি খাচ্ছেন। তখন দেখলাম উনি চিপস খাচ্ছেন।’ রচনা বিস্ময়ে বলে ওঠেন, ‘ভোর ৪টেয় উঠে চিপস! খেতে ভালোবাসো বলে ভোর ৪টেতে চিপস খাবে!’ কৌশিক বলে ওঠেন, ‘খিদে পেলে কী করব!’
আরও পড়ুন-ফের কাছাকাছি আবির-ঋতাভরী, ঘটকালি করছেন কে?
কৌশিক তখন বলেন, ‘আমার আসলে এই ক্রেভটা (খিদে) হয়ত কখনও যাবে না!’ কৌশিক তাঁর জীবনের এই কাণ্ড নিয়ে একটা ঘটনাও শেয়ার করেন। বলেন, ‘কিছুদিন আগে আমার শ্বশুরমশাই জিগ্গেস করেন, তোমার রাতে কী হয় বলতো?’ রচনা বলেন, ‘তুমি কি রাতে ঘুমাও না?’ উত্তরে কৌশিক তখন বলেন, ‘আমার ঘুমই ভাঙে খিদের জন্য।’ কৌশিকের কাণ্ডের কথা শুনে ততক্ষণে বাকি প্রতিযোগী এবং রচনা হা হা করে হাসছেন।
সোশ্যাল মিডিয়ায় জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানের এই প্রমো উঠে আসতে নেটিজেনরাও নানান মন্তব্য করেছেন। কেউ আবার জানিয়েছেন, ‘আমারও এমন হয়!’
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে মৈনাক ভৌমিকের ছবি বর্ণপরিচয়, নাটের গুরু, অনুরণন সহ বহু ছবিতে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক ভট্টচার্য। এদিন দিদি নম্বর ওয়ানে রচনার দরবার কৌশিক ছাড়াও স্ত্রী শতাব্দীকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা অরিন্দল বাগচী।