‘ইচ্ছে পুতুল’ -এর সৌরনীল ওরফে মৈনাক বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাতে ফেসবুক লাইভ করে এয়ারপোর্ট থানার বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাঁদের, অর্থাৎ তাঁকে এবং তাঁর স্ত্রীকে নাকি বিমানবন্দরের সামনে হেনস্থা করা হয়েছে।
মৈনাক বন্দ্যোপাধ্যায় এদিন রাত ১১টা নাগাদ পর পর বেশ কিছু লাইভ করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁকে এবং তাঁর স্ত্রীকে সেই ভিডিয়োতে ভীষণই উত্তেজিত দেখায়। ভিডিয়োর শুরুতেই দেখা যায় তাঁরা কিছু পুলিশ কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। পরে অভিনেতার বক্তব্য থেকে স্পষ্ট হয় সবটা।
মৈনাক এদিন তাঁর ভিডিয়োতে অভিযোগ করে বলেন, 'আমি আমার স্ত্রীকে বিমানবন্দরে নিতে এসেছিলাম। ও বাইরে থেকে আসছিল। আমি এসে এই ১বি গেটের কাছে দাঁড়াই আমার স্ত্রীকে দেখতে পেয়ে। ও গাড়ির দিকে একটা বড় লাগেজ নিয়ে এগোতে গেলেই এক পুলিশকর্মী ওকে বাঁধা দেন। মিসবিহেভ করতে শুরু করেন। উদ্ধত ভঙ্গিতে কথা বলতে থাকেন ওর সঙ্গে। আমি নেমে ওর কাছে গেলে আমার সঙ্গেও একই ব্যবহার করা হয় অকারণ। আমরা তারপর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে চাইলেও সেটা যেতে দেওয়া হয় না। পথ আটকে দাঁড়ান তিনি।'
এরপর অভিনেতা আরও একটি ভিডিয়োতে জানান 'আমার গাড়িটিকে ওঁরা আটকে রেখেছেন। বলছেন থানায় নিয়ে যাবেন। এফআইআর করবেন আমাদের নামে। অন্য কোনও গাড়ি আটকাচ্ছেন না ওঁরা কেবল আমাদের সঙ্গেই এমনটা করছেন।' তিনি তাঁর ভিডিয়োতে সেই কর্তব্যরত পুলিশকর্মীর নামও প্রকাশ্যে আনেন। তাঁদের এভাবে হ্যারাস করার অভিযোগ এনে অভিনেতা এবং তাঁর স্ত্রী বিমানবন্দর থানায় যাওয়ার চেষ্টা করেন বলেও ভিডিয়োতে দেখান।
প্রসঙ্গত মৈনাককে এখন জি বাংলাতে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে এখানে শ্বেতা মিশ্র এবং তিতিক্ষা দাসকে দেখা যাচ্ছে। এখানে দুই বোনের গল্প দেখা যাচ্ছে যাঁরা একজনকেই ভালোবাসে। এর আগে তাঁকে একাধিক সিনেমা সহ ধুলোকণার মতো নানা ধারাবাহিকে দেখা গিয়েছে।