সম্প্রতি, ম্রুণাল ঠাকুরের একটি পুরানো মন্তব্য যেখানে তিনি ক্রিকেটার বিরাট কোহলির ‘প্রেমে পাগল’ বলে বর্ণনা করেছিলেন নিজেকে, তা আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এতেই বড্ড চটেছেন নায়িকা। এভাবে বারংবার পুরনো ক্লিপিংস ব্যবহারে রীতিমতো অসন্তুষ্ট তিনি!
কেন চটলেন ম্রুণাল?
সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউড নামে একটি মিডিয়া পোর্টাল ম্রুনালের অতীত সাক্ষাৎকারের একটি স্নিপেট ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে তিনি বিরাট কোহলি সম্পর্কে নিজের ভালোবাসা প্রকাশকরছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পোস্টটিতে মন্তব্য করতে শুরু করার সঙ্গে সঙ্গে অভিনেত্রী প্রতিক্রিয়া জানান। রীতিমতো বিরক্তি প্রকাশ করে তিনি মন্তব্য করেন, ‘@instantbollywood স্টপ ইট ওকে’ (@instantbollywood এবার থামুন তো)।
আরও পড়ুন: শৌচালয়ের কমোড থেকে জলের কল, ওরা কিছুই ছাড়েনি…, বাংলাদেশের সিনেপ্লেক্সে ভাঙচুর, হতাশ পরিচালক অনন্য
ক্রিকেট নিয়ে ম্রুণালের মন্তব্য
কিছুদিন আগে 'জার্সি' ছবির প্রচারের সময় তিনি বিরাটকে নিয়ে মন্তব্যটি করেছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলির প্রেমে পাগল ছিলাম। আমি আমার ভাইয়ের জন্য ক্রিকেট পছন্দ করতে শুরু করি। প্রায় পাঁচ বছর আগে ওর সঙ্গে স্টেডিয়ামে সরাসরি ম্যাচ দেখার মধুর স্মৃতি আছে আমার। আমার মনে আছে আমি নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করছিলাম। আরও আজ, আমি জার্সির মতো ক্রিকেটভিত্তিক ছবির অংশ। এটা খুবই সুখকর সমাপতন’।
আরও পড়ুন: স্বৈরাচারী কন্যার জন্যই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, ধিক্কার জানাই, আর বলতে চাই… বাঁধন
জার্সি ছবিতে শাহিদ কাপুরও ছিলেন। এটি স্পোর্টস ড্রামা, একই নামের তেলুগু সিনেমার রিমেক, একজন প্রাক্তন ক্রিকেটারের গল্প বর্ণনা করে, যে তার ছেলের ইচ্ছা পূরণের জন্য ৩০-এর দশকের মাঝামাঝি সময়ে খেলায় ফিরে আসেন। ছবিটি ২০২২ সালে মুক্তি পেলেও বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগানো হয়, সেটি নতুন করে সংস্কারের দাবি তুললেন ফারুকী
ম্রুণালের আসন্ন কাজ
ম্রুনালকে শেষবার ফ্যামিলি স্টারে দেখা গিয়েছিল, যেখানে বিজয় দেবেরাকোন্ডা অভিনয় করেছিলেন। এরপর তিনি কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তার ঝুলিতে রয়েছে পূজা মেরি জান এবং একটি সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় নাম ঠিক না হওয়া সিনেমা।