দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বহু বছর প্রথম সারির অভিনেত্রী নয়নতারা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে বহুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে বলে জানা যাচ্ছে। দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেই নাকি বলিউডে পা রাখতে চলেছেন এই কলিউড নায়িকা। আর তাঁর বিপরীতে দেখা যেতে পেরে শাহরুখকে।
এর আগে ‘রাজা রানি’ এবং ‘বিগিল’ নামের দু'টি ছবিতে অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করেছেন নয়নতারা। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বার জুটি বাঁধবেন তাঁরা। ছবিতে কন্নড় অভিনেতা সুদীপকে দেখা যেতে পারে খলনায়কের ভূমিকায়। যদিও নির্মাতাদের তরফে এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। শাহরুখ ও নয়নতারা—দুজনই অবশ্য এ ব্যাপারে একদম চুপ।
নয়নতারাকে শেষ দেখা গিয়েছে তামিল ছবি ‘মুকুঠি আম্মানে’তে। ছবিতে দেবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তামিল থ্রিলার ‘নেত্রিকান’ মুক্তির অপেক্ষায় নয়নতারা।

অন্যদিকে, দীর্ঘ বিরতি কাটিয়ে শীঘ্রই পর্দায় ফিরছেন শাহরুখ। সৌজন্যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। যদিও শাহরুখ এবং যশরাজ সংস্থা এখনো অনুষ্ঠানিকভাবে 'পাঠান' নিয়ে কিছু জানায়নি। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অবশ্য চলতি বছরে ছবির শ্যুটিং চালু হয়েছে সেকথা প্রকাশ করেছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও।
অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত 'ব্রক্ষ্মাস্ত্র' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখের। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। শাহরুখের সঙ্গে কবে জুটি বাঁধছেন নয়নতারা? নয়া চমকের অপেক্ষায় অনুরাগীরা।