বাংলা নিউজ > বায়োস্কোপ > Neel Sujan Mukherjee: ব্যক্তিগত জীবনে বাবা হিসেবে কেমন নীল সুজন মুখোপাধ্যায়? মুখ খুললেন অভিনেতা

Neel Sujan Mukherjee: ব্যক্তিগত জীবনে বাবা হিসেবে কেমন নীল সুজন মুখোপাধ্যায়? মুখ খুললেন অভিনেতা

বাবা হিসেবে কেমন অভিনেতা নীল সুজন মুখোপাধ্যায়?

Neel Sujan Mukherjee: ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে আলোর বাবার চরিত্রে রয়েছেন নীল। ধারাবাহিকে তাঁর চরিত্রটা বেশ কঠোর গোছের। কিন্তু রিয়েল লাইফে বাবা হিসেবে কেমন তিনি? নিজেই জানিয়েছেন অভিনেতা।

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেতা নীল সুজন মুখোপাধ্যায়। বহু বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। ছোটপর্দা, বড়পর্দা এবং থিয়েটারের মঞ্চে অবাধ বিচরণ তাঁর। বর্তমানে সান বাংলার ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জন ভট্টাচার্য এবং বিপরীতে রয়েছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু। ধারাবাহিকে আলোর বাবার চরিত্রে রয়েছেন নীল। তাঁর চরিত্রটা বেশ কঠোর গোছের। মেয়েকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করেন তিনি। দেখা গিয়েছে, মেয়েকে অনেক কিছুতে বাধাও দেন। 

উল্লেখ্য, বাস্তব জীবনে এক পুত্র সন্তান রয়েছে অভিনেতার। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে অভিনেতা নীল সুজন ভট্টাচার্য বাস্তব জীবনে কীভাবে নিজের সন্তানকে মানুষ করছনে, বাবা হিসেবে সে বিষয় মুখ খুলেছেন। অভিনেতার কথায়, রিল লাইফে আলোর বাবার চরিত্রের সঙ্গে তাঁর রিয়েল লাইফের কোনও মিল নেই।

আরও পড়ুন: লুকিয়ে বিয়ে সেরেছেন মেহজাবীন? তুমুল চর্চা ঘিরে বিরক্তি প্রকাশ বাংলাদেশের নায়িকার

অভিনেতা নীলের কথায়, একদমই ছেলের উপর কিছু চাপিয়ে দেন না তিনি। খানিক মজা করেই জানিয়েছেন, ছেলেই তাঁকে বরং বেশি শাসন করে তাঁকে। বাবার নাকি বেশিরভাগ কথাই শোনে না ছেলে। বলেছেন, 'খুব ভালো কথা বললেও শোনে না। আসলে আজকে জেনারেশন নিজেদের একটা চিন্তার জগৎ তৈরি করে। অনেক সময় তারা ভুল করে ফেলে, আর সেগুলিই সাবধানতা অবলম্বন করার কথাই বলি।’

নীল জানিয়েছেন, ধারাবাহিকতা চরিত্র অর্থাৎ আলোর বাবার সঙ্গে একটুও মিল নেই তাঁর। বাবা হিসেবে একদমই কড়া নন তিনি। বরং কড়া না হওয়ার জন্য অনেক কথা শুনতে হয় তাঁকে। 

বন্ধ করুন