বাংলা নিউজ > বায়োস্কোপ > Nora-Jacqueline: আদালতে দুই নায়িকার 'চুলোচুলি'! পিছোল জ্যাকলিনের নামে নোরার দায়ের করা মানহানির মামলা

Nora-Jacqueline: আদালতে দুই নায়িকার 'চুলোচুলি'! পিছোল জ্যাকলিনের নামে নোরার দায়ের করা মানহানির মামলা

দুই নায়িকার চুলোচুলি

‘কেরিয়ার নষ্টের ষড়যন্ত্র’- জ্যাকলিনের নামে নোরার মানহানির মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানি হতে পারে ২৫শে মার্চ। 

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে বলিউডে একাধিক সুন্দরীর। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ এবং নোরা ফতেহি এই কাণ্ডে বারবার পড়েছেন দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইং ও ইডির জেরার মুখে। এই প্রতারণার মামলায় তো অভিযুক্ত তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। আপতত জামিনে মুক্ত ‘সার্কাস’ নায়িকা। অন্যদিকে নোরা ফতেহি আপতত কেবল সাক্ষী হিসাবেই এই মামলার অংশ।

সুকেশ সম্পর্কিত মামলায় ল্যাজেগোবরে জ্যাকলিন। বিদেশে যাওয়ার অনুমতি নেই নায়িকার। পাশাপাশি কনম্যানের সঙ্গে নায়িকার ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার পর থেকে তাঁর চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কাটাছেঁড়া চলেনি, এর মাঝেই গত ডিসেম্বরে নোরা ফতেহি জ্যাকলিনের নামে মানহানির মামলা ঠুকে দেন। এবার জানা যাচ্ছে, জ্যাকলিনের বিরুদ্ধে দায়ের করা নোরার মানহানির মামলার শুনানি হতে পাবে আগামী ২৫শে মার্চ। অকারণে ২০০ কোটির আর্থিক তছরুপ মামালায় নোরার নাম জড়িয়েছেন জ্যাকলিন, অভিযোগ ‘সাকি গার্ল’-এর। 

শুধু জ্যাকলিন নয়, ১৫টি সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও মানহানির অভিযোগ রয়েছে নোরার। শনিবার দিল্লি পাটিয়ালা কোর্টে এই মামলার শুনানির তারিখ নির্দিষ্ট ছিল, যদিও জুডিসিয়্যাল ট্রেনিং-এর কারণে বিচারক ছুটিতে থাকায় কোর্ট বসেনি। জানা যাচ্ছে, এই মামলার শুনানি পিছিয়ে ২৫শে মার্চ করা হয়েছে। 

মানহানি মামলায় নোরার তরফে জ্যাকলিনকে মূল অভিযুক্ত (অভিযুক্ত নম্বর ১) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মামলায় তিনি জানিয়েছেন, 'এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে উল্লিখিত প্রতিদ্বন্দ্বীরা অভিযোগকারীর সঙ্গে ইন্ডাস্ট্রিতে ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা শুরু করেছে। এতে তাঁর কাজের ক্ষতি হচ্ছে।'

নোরা তাঁর অভিযোগের প্রতিলিপিতে আদালতকে জানান, ‘ইচ্ছাকৃতভাবে’ এবং ‘অসৎ উদ্দেশ্য’ নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন জ্যাকলিন। সুকেশের থেকে নোরা দামি দামি উপহার নিয়েছেন জ্যাকলিনের এই দাবি ‘ভুয়ো’। নোরা আদালতকে জানিয়েছেন, একবার মাত্রই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কথা হয়েছিল তাঁর, তাও সুকেশের স্ত্রী লীনা মরিয়া পলের ফোনে। চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নোরা, সেখানে তাঁকে গুচির ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিল লীনা, সুকেশ নয়। কনম্যানের কাছ থেকে কোনওরকম বিলাসবহুল গাড়ি উপহার পাওয়ার কথা উড়িয়ে দেন নোরা। 

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডি একাধিকবার জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছে।  এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ২০২১-এর সেপ্টেম্বর মাসে এই মামলায় চন্দ্রশেখর এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী লীনা মারিয়া পালকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গত ১৫ই নভেম্বর জ্যাকলিনের আগাম জামিন মঞ্জুর করে আদালত। ডিসেম্বর মাসে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলে ‘আপত্তি’ জানায় কোর্ট। পরে নিজের আবেদন প্রত্যাহার করে নেন শ্রীলঙ্কান সুন্দরী। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.