বাংলা নিউজ > বায়োস্কোপ > তনুশ্রীর জন্মদিন, নতুন ‘বোনুয়া’কে সারপ্রাইজ দিলেন অন্তঃসত্ত্বা নুসরত!

তনুশ্রীর জন্মদিন, নতুন ‘বোনুয়া’কে সারপ্রাইজ দিলেন অন্তঃসত্ত্বা নুসরত!

নুসরত-তনুশ্রী (ছবি ইনস্টাগ্রাম)

তনুশ্রীর সঙ্গে খুনসুটিতে মেতে নুসরত।

টলি পাড়ায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে এখন জোর চর্চা। নীতি পুলিশদের চোখ রাঙানিকে উপেক্ষ করে দিন কয়েক আগেই 'বন্ধু' যশের সঙ্গে পার্কস্ট্রীটের রাস্তায় হাতধরাধরি করে লেন্সবন্দি হয়েছিলেন প্রথম সারির এই নায়িকা। 

আজ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর জন্মদিন। ৩৭-এ পা দিলেন তনুশ্রী। তাঁর সঙ্গে নুসরতের গাঢ় বন্ধুত্বের কথা কারোই অজানা নয়। প্রায়শই একসঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁদের। তেমনি বান্ধবীর জন্মদিনে বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়ে সারপ্রাইজ দিলেন হবু মা। 

এক টেবিলে পাশাপাশি বসে খেতে ব্যস্ত নুসরত এবং তনুশ্রী। দুজনকেই বেশ খোজ মেজাজে দেখা যাচ্ছে। কার্গো প্রিন্টেড হুডিতে ধরা দিয়েছেন অন্তঃসত্ত্বা নায়িকা। অন্যদিকে নীল রঙের টপ পরে তনুশ্রী। নতুন ‘বোনুয়া’র সঙ্গে অদেখা ছবি শেয়ার করে নুসরত লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালবাসা’। 

তনুশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি
তনুশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন নুসরত, শোনা যাচ্ছে আগামী মাসেই মা হতে চলেছেন অভিনেত্রী। তাই সবসময় ‘বিশেষ বান্ধবী’কে চোখে চোখে রাখছেন যশ। সেই যত্নের ঝলকও ইতিমধ্যে পার্কস্ট্রীটের প্রকাশ্য রাস্তায় ধরা পড়েছে দুদিন আগে। নিখিল জৈনের সঙ্গে বিয়ে বিতর্ক পেরিয়ে এখন নতুন করে জীবনকে সাজিয়ে নিচ্ছেন নুসরত! সেই সফরে যশের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তিনি?

 

বন্ধ করুন