বাংলা নিউজ > বায়োস্কোপ > Bheed: ভিড় দেশবিরোধী ছবি! ‘বৃষ্টির আগেই বর্ষা ঘোষণা করবেন না’, অভিযোগে সরব পঙ্কজ কাপুর

Bheed: ভিড় দেশবিরোধী ছবি! ‘বৃষ্টির আগেই বর্ষা ঘোষণা করবেন না’, অভিযোগে সরব পঙ্কজ কাপুর

‘ভিড় কোনও দেশবিরোধী ছবি নয়’ বলছেন পঙ্কজ

'ভিড়' ছবির একটি দৃশ্য করোনা ছড়ানোর অভিযোগে পঙ্কজ ত্রিপাঠিকে এক মুসলিম ব্যক্তির কাছ থেকে খাবার গ্রহণ করতে অস্বীকার করতে দেখা যায়। এমন দৃশ্য নিয়েই প্রশ্ন উঠেছে। পঙ্কজ কাপুর বলেন, ‘ছবিটি দেখলে বুঝতে পারেন কোনটা কী মানসিকতা নিয়ে তুল ধরা হয়েছে। যখন দেখবেন বুঝবেন দিনের শেষে সব মানুষই আসলে একরকম।’

'ভিড়' ছবি নিয়ে উঠেছে 'দেশ বিরোধী' ছবির স্লোগান। সম্প্রতি 'ভিড়'-এর টিজার মুক্তির পর পরই একাংশ এমনই দাবি তুলছেন। এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা পঙ্কজ কাপুর। তাঁর অনুরোধ, দয়া করে ছবিটি দেখার পর কোনও মন্তব্য করবেন, আগে থেকে এধরনের মন্তব্য করাটা ভীষণই হাস্যকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ কাপুর বলেন, ‘বর্ষা আসার আগে দু'এ ফোঁটা বৃষ্টি হলেই লোকজন ঘোষণা করেদেন বর্ষা এসেছে। এত অধৈর্য হওয়া ঠিক নয়, দেখুন আগে কী ঘটছে। তার আগেই আমরা বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ি। ছোট্ট টিজার দেখেই এধরনের মন্তব্য তো হাস্যকর, লোকজন বলেই দিচ্ছেন এটা একটা রাজনৈতিক ছবি। এটি একটি বিশ্লেষণধর্মী ছবি যা আমাদের সমাজের মানসিকতা তুলে ধরে, আমরা কীভাবে চিন্তা করি, কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে এর প্রতিফলন ঘটে! খুব কম ছবিতেই এভাবে ইতিবাচক দিক তুলে ধরা হয়, এই ছবিতে যেভাবে দেখানো হয়েছে।’

'ভিড়' ছবির একটি দৃশ্য করোনা ছড়ানোর অভিযোগে পঙ্কজ ত্রিপাঠিকে এক মুসলিম ব্যক্তির কাছ থেকে খাবার গ্রহণ করতে অস্বীকার করতে দেখা যায়। এমন দৃশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। এবিষয়ে পঙ্কজ কাপুর বলেন, ‘ছবিটি দেখলে বুঝতে পারেন কোনটা কী মানসিকতা নিয়ে তুল ধরা হয়েছে। যে দৃশ্য দেখছেন, তার পাশাপাশি ছবি অপর একটি ভাবনাও রয়েছে। যখন দেখবেন, বুঝতে পারবেন, দিনের শেষে সব মানুষই আসলে একরকম।’

অনুভব সিনহা পরিচালিত 'ভিড়'-ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, দিয়া মির্জা, ভূমি পেডনেকর, আশুতোষ রানা, বীরেন্দ্র সাক্সেনা, আদিত্য শ্রীবাস্তব, কৃতিকা কামরা এবং করণ পণ্ডিত, পঙ্কজ কাপুরের মতো অভিনেতারা। ছবিতে পঙ্কজ কাপুর একজন প্রহরীর ভূমিকায় অভিনয় করেছেন, যাতে লকডাউনের পর কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ভিড়-এর ট্রেলার দেখে অনেকেই এটিকে দেশভাগের সময়ের সঙ্গে তুলনা টেনেছেন। গোটা ছবিটিই সাদা-কালো ফ্রেমে তুলে ধরা হয়েছে। টি-সিরিজ এবং বেনারস মিডিয়াওয়ার্কস দ্বারা প্রযোজনা করেছে ছবিটির। ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ভিড়'।

বন্ধ করুন