অভিনেতা আর মাধবনের ছেলে জাতীয় স্তরের সাঁতারু! সম্প্রতি মহারাষ্ট্রের হয়ে এক সাঁতার প্রতিযোগিতায় জিতে নিয়েছে ৭টি মেডেল। আপাতত ২০২৬ সালের অলিম্পিক্সে ভারতের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আর মাধবন নিজেই।
আপাতত ছেলেকে নিয়ে দুবাইতেই আছেন মাধবন। অভিনেতা জানিয়েছেন, ‘মুম্বইতে সব বড় সুইমিং পুল হয় বন্ধ নয়তো আমাদের আওতার বাইরে। তাই বেদান্তকে নিয়ে আমরা এই মুহূর্তে দুবাইতে রয়েছি। যেখানে ও বড় পুলে সাঁতার কাটার নিজেকে অলিম্পিকের জন্য তৈরি করার সুযোগ পাচ্ছে। আমি আর সরিতা ওর এই জার্নিতে সবসময় সঙ্গ দেওয়ার জন্য আছি।’
বলিউড হাঙ্গামা-র তরফে মাধবনের কাছে প্রশ্ন করা হয়, তিনি কি চান তাঁর ছেলে বেদান্ত অভিনয়ে আসুক? অভিনেতা জানান, ‘না কখনোই নয়। আমি আর আমার স্ত্রী সরিতা সবসময় চেয়েছি আমার ছেলের যেটা পছন্দ ও সেটাই করবে। আমার কোন দুঃখ নেই যে ও অভিনয়ে আসেনি। আসলে আমার অভিনয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছেলের ইচ্ছে আমার কাছে। তার জন্য যেখানে যতদূর যেতে হয় আমরা যাব।’
ছেলের ১৬ বছরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আবেগে ভরা পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছিল মাধবনকে। যেখানে তিনি লিখেছিলেন, ‘যাতে যাতে আমি ভালো, তাতে তাতে আমাকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি গর্বিত তোমার ওপর। তোমাকে দেখে আমার হৃদয় গর্বে ভরে ওঠে। তোমার থেকে অনেক কিছু শিখি। আমি সত্যি একজন ভাগ্যবান বাবা।’