বুধবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেটি অভিনেত্রী রিমঝিম মিত্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি কমেন্টের স্ক্রিনশট। যেখানে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে শ্রীলেখাকে। এমনকী, করা হয়ছে বডি শেমিং। রিমঝিমের এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব সুজয়প্রসাদও।
ঠিক কী লিখেছেন রিমঝিম? শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, ‘থলথলে বউদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’ এই কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেছেন শ্রীলেখা নিজের ফেসবুকে। লিখেছেন, ‘আগে নিজের দিকে নজর দাও। চাই না এটা নিয়ে খবর হোক। বেশি পাত্তা পেয়ে যাবে।’
শ্রীলেখার এই পোস্টে মন্তব্য করেছেন সুজয়প্রসাদ। তিনি লিখেছেন, ‘তুমি কীভাবে এটা লিখলে রিমঝিম? শেষ পর্যন্ত তুমিও? আমি তোমার থেকে জবাব চাইছি কারণ আমি তোমায় ছোট থেকে চিনি। তোমার মতোই শ্রীলেখাকও আমার খুব প্রিয়।’
নেটনাগরিকদের রোষের মুখেও পড়তে হয়েছে রিমঝিমকে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘সমাজের সব থেকে বড় নোংরা হয় এই মানষিকতার মানুষগুলো। যারা নারী হয়ে একজন নারীকে সন্মান, শ্রদ্ধা করতে পারে না। আর এরা নাকি নারীবাদী, এরা নাকি নারীর অধিকার নিয়ে কথা বলে। এত নিম্ন মানসিকতার মানুষ এরা। ছি।’ বিজেপিতে যাওয়াতেই নাকি এরকম হয়েছেন অভিনেত্রী মত এক নেটিজেনের। কমেন্ট করেছেন, ‘যেমন দলে গেছে, রুচি তো তেমনই হবে’।
যদিও এই কেমন্ট আদৌ রিমঝিম মিত্র করেছেন না এটাে ভুয়ো তা যাচাই করা সম্ভব হয়নি। ফোন যোগাযোগ করা যায়নি অভিনেত্রীর সঙ্গে।