Rishi Kaushik: বাঙালি নন, তবু বাংলাতেই তাঁর জনপ্রিয়তা, ঋষি কৌশিকের বিয়েতে মন ভেঙেছিল মহিলা অনুরাগীদের, ভাইরাল সেই ছবি…
Updated: 02 Jun 2024, 05:03 PM ISTঋষি কৌশিকের আসল নাম কামাখ্যা কিঙ্কর কৌশিক। ডাক নাম ছিল ঋষি। তিনি তেজপুর একাডেমি এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে তিনি কলকাতায় চলে আসেন। এরপরই তিনি ঋষি নামেই নিজেকে তুলে ধরেন। এই নামেই পরিচিতি পান।
পরবর্তী ফটো গ্যালারি