বাংলা নিউজ > বায়োস্কোপ > Rohaan Bhattacharjee: ফুটবলার দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয়, ‘দীপু’ হয়ে আসছেন রোহন ভট্টাচার্য

Rohaan Bhattacharjee: ফুটবলার দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয়, ‘দীপু’ হয়ে আসছেন রোহন ভট্টাচার্য

ফুটবলার দীপেন্দু বিশ্বাসের চরিত্রে রোহন

Rohaan Bhattacharjee: অতীতে তিন প্রধানের হয়ে খেলেছেন বাংলার ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রূপোলি পর্দায় তাঁর জীবনীচিত্র আসছে, ছবির নাম ‘দীপু’। দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য।

ময়দানের গল্প এবার রূপোলি পর্দায়। বাংলার ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনকেই পর্দায় তুলে ধরবেন পরিচালক শ্রী প্রীতম। এই মুহূর্তে মহমেডান ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস। অতীতে তিন প্রধানের হয়ে খেলেছেন। রূপোলি পর্দায় তাঁর জীবনীচিত্র আসছে, ছবির নাম ‘দীপু’। ছবিতে দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য।

নেটমাধ্যমের পাতায় নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন রোহন। লিখেছেন, ‘দীপিু- আশা কখনও মরে না। এবার সিনেমা হবে বন্ধুরা, সাথে থেকো সবাই’। ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে। এরই মধ্য়ে আসন্ন প্রোজেক্টের ঘোষণা সারলেন তিনি।

আরও পড়ুন: দেখতে দেখতে একবছর বয়স হল যমজ সন্তানের, নেটমাধ্যমে আবেগঘন পোস্ট মাম্মি প্রীতির

ইতিমধ্যেই ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন রোহন। ফুটবলারদের মতো চেহারা তৈরি করার চেষ্টা করছেন। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে বার্তালাপও সেরেছেন। এই ধরনের চরিত্র পেয়ে রীতিমতো খুব খুশি অভিনেতা।

একাধিক মাধ্যমে কাজ করেছেন অভিনেতা। টেলি পাড়ায় দীর্ঘ এক দশকের বেশি জার্নি তাঁর। ধারাবাহিক, ওয়েব সিরিজ, রিয়্যালিটি শোয়ের পর বড় পর্দায় দর্শক দেখতে পাবে তাঁকে। অনুরাগীরদের রোহন আশ্বস্ত করেছেন, ছোট পর্দায় ফেরার জন্য উৎসুক তিনি নিজেও। মনের মতো চরিত্র পেলেই আবার দর্শক দেখতে পাবে তাঁকে। আপাতত নতুন ছবিকে পাখির চোখ হিসেবে দেখছেন রোহন। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনতেরাস ২০২৪ কবে? ২৯ নাকি ৩০ অক্টোবর! দেখে নিন তারিখ, তিথি মহিলাদের আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে সব থেকে বেশি উইকেট কার দখলে? সাবেক স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির মায়ের সঙ্গে ঘুমাতে চেয়েছিলেন কানিয়ে ওয়েস্ট। ‘বহুরূপী’র গানে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে খেললেন সিঁদুরও বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ! কলকাতার কোন রুটে কোন বাসের কী হাল? এক অ্যাপেই মিলবে সব প্রশ্নের জবাব! আন্দোলনে থেকেও অরন্ধনে সাড়া দিলেন না অনেকেই, যিনি রাঁধেন তিনি প্রতিবাদও করেন! বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.