সতীশ কৌশিকের মৃত্যুর এক সপ্তাহও হয়নি। ফের বিনোদন জগতে নক্ষত্র পতন। প্রয়াত প্রবীণ অভিনেতা সমীর খাখর। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভাই গণেশ খাখর এই খবর নিশ্চিত করেছেন। সালমান খানের ‘জয় হো’ ছবিতে দেখা যাওয়া সমীর একাধিক অঙ্গের ব্যর্থতার কারণে মারা যান বলেই জানা যাচ্ছে। বুধবার সংবাদ সংস্থা পিটিআই টুইট করেছে, ‘প্রবীণ অভিনেতা সমীর খাখার, নুক্কাদ এবং সার্কাসের মতো টিভি শোতে তাঁর ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত, মাল্টি অর্গ্যান ফেলইয়োরের কারণে ৭১ বছর বয়সে মারা গেছেন, তার ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন।’
সমীর খাখরের খুরতুতো ভাই গণেশ খাখর ই টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেইসময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে ডেকেছিলাম বাড়িতে। এবং তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তার হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। ভেন্টিলেটরে রাখা হয়েছিল হাসপাতালে। আজ ভোর সাড়ে চারটেয় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
সমীর খাখর মুম্বইয়ের বোরিভালির এমএম হাসপাতালে মারা যান। বুধবারই বোরিভালির বাভাই নাকা শ্মশানে সমীরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করেছেন এবং শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামানুসারে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনও আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
সমীর খাখর টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দীর্ঘ সময়। তাকে নুক্কাড়, মনোরঞ্জন, সার্কাস, নয়া নুক্কাড়, শ্রীমান শ্রীমতি এবং আদালতের মতো শোতে দেখা গিয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জীবনীতে সহ-অভিনেতা সুরভী চন্দনা এবং নমিত খান্নার সঙ্গে। গুজরাটি থিয়েটারেও তিনি পরিচিত নাম ছিলেন।
নুক্কাড়-এ খোপড় চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন সমীর। ২০২১ সালের একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি একটি ভালো চরিত্রের সন্ধানে আছেন। এবং ক্যামেরার সামনে আসতে আগ্রহী। তবে মনের মতো কাজ এখন তাঁর হাতে নেই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)