প্রেম করছেন, সে আভাস ছিলই, এরপর গত ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন সৌরভ দাস ও দর্শনা বণিক। এরপর থেকে সুখেই দিন কাটছে সৌরভ-দর্শনার। কিন্তু হঠাৎ স্ত্রীর সম্পর্কে একী বললেন সৌরভ দাস! আর কেনই বা বললেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী দর্শনা বণিককে নিয়ে সৌরভ বলেন, ‘নায়িকা বউ চেয়েছি, আর নাটক করলেই দোষ! সারাক্ষণ নেচেকুঁদে বেড়ায়, আয়না দেখলেই নাচে।’ নাহ, সৌরভ কথাগুলি বিন্দুমাত্র বউ-এর উপর রেগে গিয়ে বলেননি। বরং স্ত্রীকে নিয়ে কথা বলার সময় তৃপ্তিই ফুটে উঠছিল সৌরভের চোখে-মুখে।
প্রসঙ্গত, সৌরভের কথা যে বিন্দুমাত্র ভুল নয়, তা মেনে নিয়েছেন নেটনাগরিকরা। দর্শনা বণিকের ইনস্টগ্রামের পাতায় চোখ রাখলেই দেখা যাবে তাঁর নানান ভিডিয়ো। কিছুদিন আগেই সাদা লেহেঙ্গা পরে 'গজগামিনী' স্টাইলে হেঁটে ভিডিয়ো পোস্ট করেছিলেন দর্শনা। যা দেখে নেটনাগরিকদের কেউ কেউ লেখেন, ‘এভাবে হাঁটলে সৌরভেরও মাথা খারাপ হয়ে যাবে!’ আূবার কখনও সুইমিং ড্রেসে পুলের জলে 'জলপরী' হয়ে সাঁতার কেটে বেড়াতেও দেখা গিয়েছে দর্শনাকে। কিংবা আবার আয়নার সামনে দাঁড়িয়ে কত্থক নৃত্য অনুশীলনের ভিডিয়ো পোস্ট করেন সৌরভ ঘরণী।
এদিকে আবার সম্প্রতি বাংলাদেশের নায়ক, পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে মিলে বাংলাদেশের 'ওমর' ছবিতে অভিনয় করেছেন দর্শনা বণিক। যে ছবির ‘ভাইরাল বেবি’ গানে দর্শনা বণিকের নাচ এখন নেটপাড়ায় বেশ ভাইরাল।
প্রসঙ্গত বিয়ের আগে দর্শনাকে শুনতে হয়েছিল, 'সৌরভের মতো ফালতু ছেলেকে বিয়ে করছেন দিদি, পরে বুঝবেন।' এর উত্তরে সৌরভ তখন TV9-এর কাছে মুখ খুলেছিলেন। বলেন, ‘দর্শনার এখনও আমাকে ফালতু মনে হয় না। কোনওদিনও যদি ওর সেটা মনে হয়, তাহলে ও আপনাদের নিশ্চয় জানাবেন।’
যদিও ইতিমধ্যেই বিয়ের পর এক সঙ্গে ৬ মাস কাটিয়ে ফেলেছেন সৌরভ-দর্শনা। এখনও পর্যন্ত সুখেই সংসার করছেন এই টলি দম্পতি। বিয়ের ঠিক আগে আগে দর্শনা এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে খোলসা করে জানিয়েছিলেন, ‘২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই। সব ঠিকঠাক থাকলে বিয়েই করে নেব, এটাই দুজনে ঠিক করে রেখেছিলাম। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না’।