বাংলা নিউজ > বায়োস্কোপ > Siddharth-Saina: ‘যৌন ইঙ্গিতবাহী নয় অভদ্র ঠাট্টা',তবে সাইনার কাছে ক্ষমাপ্রার্থী অভিনেতা সিদ্ধার্থ

Siddharth-Saina: ‘যৌন ইঙ্গিতবাহী নয় অভদ্র ঠাট্টা',তবে সাইনার কাছে ক্ষমাপ্রার্থী অভিনেতা সিদ্ধার্থ

ক্ষমা চাইলেন সিদ্ধার্থ

‘তুমি সর্বদাই আমার চ্যাম্পিয়ন থাকবে’, খোলা চিঠিতে সাইনা নেহেওয়ালের কাছে ক্ষমা চেয়ে লিখলেন অভিনেতা সিদ্ধার্থ। 

অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহেওয়ালকে নিয়ে ‘অশ্লীল’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করবার জেরে গত দু-দিন ধরে সোশ্যাল মিডিয়ার ব্যাপক রোষের মুখে ‘রং দে বসান্তি’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ। এই তামিল অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশনও। বিতর্কের মাঝেই খোলা চিঠি লিখে সাইনার কাছে ক্ষমা প্রার্থনা করলেন সিদ্ধার্থ। 

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক খোলা চিঠি লিখে সাইনার কাছে ক্ষমা চান সিদ্ধার্থ, বলেন- ‘আপনি সর্বদা আমার চ্যাম্পিয়ন থাকবেন’। সাইনার উদ্দেশে তিনি লেখেন, ‘প্রিয় সাইনা, আপনার একটি টুইটের প্রতিক্রিয়ায় আমি যে অভদ্র রসিকতা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি। তবে আমি আপনার টুইটটি যখন পড়ি তখন আমার হতাশা বা রাগও আমার বলা কথাকে মান্যতা দিতে পারে না। আমি জানি, আমার মধ্যে তার চেয়ে বেশি বিনম্রতা আছে’।

সঙ্গে সিদ্ধার্থ লেখেন, যদি কোনও ঠাট্টার ব্যাখা দিতে হয় তাহলে বুঝতে হবে সেটি সঠিক ছিল না। তাঁর কথায়, 'আমি দুঃখিত যে ওই ঠাট্টাটি মানুষের কাছে সঠিক বার্তা নিয়ে পৌঁছায়নি'। তবে সিদ্ধার্থ স্পষ্ট বলেন, কোনওরকম খারাপ অভিপ্রায় নিয়ে ওই টুইট করেননি তিনি, কোনও অশ্লীল ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য ছিল না তাঁর। নিজেকে নারীবাদী বলে উল্লেখ করে সিদ্ধার্থ জানান, ‘কোনওরকম লিঙ্গ ভিত্তিক আক্রমণ আমি করিনি, মহিলা হিসাবে আপনাকে অপমান করতে চাইনি’। 

কী বলেছিলেন অভিনেতা সিদ্ধার্থ?

গত সপ্তাহে পঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিরাপত্তায় গলদ’ নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাইনা। লিখেছিলেন, 'কোনও দেশকেই সুরক্ষিত হিসেবে দাবি করা যেতে পারে না, যদি সেই দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার আপোস করা হয়। প্রধানমন্ত্রীর উপর কাপুরুষোচিত আক্রমণের ঘটনাকে কঠোরতম ভাষায় নিন্দা করছি আমি।' সেই টুইট রিটুইট করে অভিনেতা লেখেন, ‘‍বিশ্বের subtle cock চ্যাম্পিয়ন, ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতের রক্ষক আছে। লজ্জা হওয়া দরকার রিহানা।’

সিদ্ধার্থের বিতর্কিত টুইট
সিদ্ধার্থের বিতর্কিত টুইট

ব্যাডমিন্টনের 'শাটলককের' (Shuttlecock) পরিবর্তে ‘Subtle Cock’ শব্দ ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন সিদ্ধার্থ। নেটিজেনদের একাংশ দাবি করেন, ‘কুরুচিকর’ এবং ‘যৌন ইঙ্গিতবাহী’ টুইট করেছেন অভিনেতা। এই বিতর্ক নিয়ে সাইনা সাফ জানিয়েছিলেন, এরকম বিতর্কিত মন্তব্য করে লোকজন প্রচারের আলোয় থাকতে চান। এখনও পর্যন্ত সিদ্ধার্থের চিঠির কোনও জবাব দেননি সাইনা। 

বন্ধ করুন