বাংলা নিউজ > বায়োস্কোপ > অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে পেয়ে ঝাঁপাল পাপারাৎজিরা, এল হুমকি ‘আর ভদ্রভাবে বলব না’

অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে পেয়ে ঝাঁপাল পাপারাৎজিরা, এল হুমকি ‘আর ভদ্রভাবে বলব না’

পাপারাৎজিদের উপরে চোটপাট সিদ্ধার্থের। 

পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠল সিদ্ধার্থের উপরে। মুম্বইয়ের এক স্যালোঁ থেকে চর্চিত প্রেমিকা অদিতি রাও হায়দারির সঙ্গে বেরিয়ে আসার সময়তেই ঘটে এই ঘটনা।

পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহার করলেন অভিনেতা সিদ্ধার্থ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। অনেকেই অভিনেতার সমালোচনা করেছেন। মুম্বইয়ের এক স্যালোঁ থেকে বের হওয়ার সময় ঘটে এই ঘটনা। সিদ্ধার্থের সঙ্গে ওই সময় স্যালোঁ ছেড়ে বের হতে দেখা যায় অদিতি রাও হায়দারিকেও।

ভিডিয়োতে দেখা যাচ্ছে অলিভ গ্রিন টি-শার্ট আর কালো প্যান্ট পরে আছেন সিদ্ধার্থ। মুখে মাস্ক। কালো রোদচশমা চোখে। মিডিয়াকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় তাঁকে, ‘আমার এসব পোষায় না। আমি বাইরে থেকে এসেছি। আপনারা এদিকে চলে আসুন।’

এরপর তিনি আবার বলেন, ‘আমি খুব ভদ্রভাবেই বলছি। আমি বাইরে থেকে এসেছি। এসব আমার পোষায় না। এখানকার মানুষদের ছবি নিন। পরেরবার থেকে কিন্তু আমি এত ভালোভাবে কথা বলব না।’

তবে বিতর্কে জড়াননি অদিতি। তিনি ফোটোগ্রাফারদের উদ্দেশে পোজ দেন। হাতও নাড়েন। খবর অনুযায়ী গত বছর ‘মহা সমুন্দ্রম’-এর সেটে আলাপ হয় দু'জনের। এবং তাঁরা প্রেম করছেন। রাজকুমার রাও আর পত্রলেখার বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।

সিদ্ধার্থের জন্মদিনে সেলফি শেয়ার করে অদিতি লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে মাই পিক্সি বয়। তোমার সব স্বপ্ন পূরণ হোক। এরকমই পাগলামো আর হাসিতে ভরা থাকো। তুমি যেরকম সেরকমই থআকো। তুমি ভালোই জানো কতটা ভালোবাসার তুমি।’

আর সিদ্ধার্থ অদিতি-র জন্মদিনে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মাই পিক্সি প্রিন্সেস। নাচ করে যাও। হেসে যাও।’

বন্ধ করুন