বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav Das: এবার RG করের প্রতিবাদে গান বাঁধলেন সৌরভ, বলছেন, 'দোষীরা যদি শাসক দলের অংশ হয় তাহলে তাঁদেরই শাস্তি চাই…'

Sourav Das: এবার RG করের প্রতিবাদে গান বাঁধলেন সৌরভ, বলছেন, 'দোষীরা যদি শাসক দলের অংশ হয় তাহলে তাঁদেরই শাস্তি চাই…'

আরজি করের প্রতিবাদে গান বাঁধলেন সৌরভ দাস

‘লক্ষ বছর ধরে চলে আসা গেম শুধু মুখোশ বদলে যায় প্যাটার্নটা সেম/আগে ডাইনি লেবেল সেঁটে পুড়িয়ে দিত আর এখন ট্রেণ্ডে গ্যাং আপ স্লাট শেম’…. এমনই একটা গান লিখে ফেলেছেন সৌরভ দাস।

আর জি করের ঘটনার প্রতিবাদে এবার সরব অভিনেতা সৌরভ দাস। অভিনেতা, সঞ্চালক হিসাবে বরাবরই জনপ্রিয় সৌরভ দাস। তবে এসবের পাশাপাশি সৌরভ গানও করেন। এবার আরজি করের ঘটনার প্রতিবাদে গান বেঁধে ফেলেছেন সৌরভ। কেমন সেই সৌরভের লেখা গানের লিরিক্স (কথা)?

‘লক্ষ বছর ধরে চলে আসা গেম শুধু মুখোশ বদলে যায় প্যাটার্নটা সেম/আগে ডাইনি লেবেল সেঁটে পুড়িয়ে দিত আর এখন ট্রেণ্ডে গ্যাং আপ স্লাট শেম’…. এমনই একটা গান লিখে ফেলেছেন সৌরভ দাস। 

এবিষয়ে অভিনেতা সৌরভ দাস টিভি9 বাংলাকে জানান, গতকাল (বুধবার, ৪ সেপ্টেম্বর) যখন তিনি নাকতলা দিয়ে ফিরছিলেন, তখন তিনি এক মহিলাকে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তারপর কয়েকজন মেয়েকে মিছিল করে তিনি যেতে দেখেছেন। যা দেখে চোখে জল এসে যায় সৌরভের। অভিনেতার কথায়, এই শহরের মানুষই তাঁর অনুপ্রেরণা, যাঁর এমন প্রতিবাদের রূপ দেখিয়েছেন। 

তবে অভিনেতা সৌরভ দাস শাসক দল তৃণমূলেরই ঘনিষ্ঠ। এমনকি গত বিধানসভা ভোটের আগে তৃণমূলের ক্যাম্পেনের অংশও ছিলেন সৌরভ। তবে কি তিনি এবার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? এবিষয়ে সৌরভের সাফ জবাব, 'তিলোত্তমার প্রতি যে জঘন্য অপরাধ হয়েছে তার শাস্তি চাই। রাজ্যে যে দূর্নীতি হচ্ছে, তা থেকে আর পাঁচজনের মতোই মুক্তি চাই। যাঁরা দোষী, তাঁরা যদি শাসক দলের অংশও হন, তাহলে তাঁদেরই শাস্তি চাই।'

সৌরভের কথায়, তিনি যদি শাসক দলের বিধায়ক কিংবা সাংসদ হতেন, তাহলে হয়তবা কথাগুলো বলতে পারতেন না। ঠিক যে কারণে তাঁর অনেক সহকর্মীকে চুপ থাকতে হচ্ছে। তবে তিনি কখনও বিধায়ক বা সাংসদ হওয়ার কথা ভাবেননি। তবে তিনি যে দলেরই সমর্থক হোন না কেন, প্রয়োজনে সমালোচনা করবেন বলেও জানান।  

সৌরভ দাস আরও জানান, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে তখনও তিনি জানতেন না যে পার্থবাবু দূর্নীতিগ্রস্ত। অভিনেতার কথায়, অনেকেই ভাবতে পারেন, এতে তাঁর কিছু যায় আসে না। তবে সৌরভ দাসের সাফ কথা, এতে তাঁর যায় আসে। কারণ তিনি কোনও অন্যায়কে প্রশ্রয় দিতে চান না। অন্যায়কে সমর্থন করেন না। 

বায়োস্কোপ খবর

Latest News

'বাঙালি হিসেবে…' ভাঙা হাত নিয়েই আরজি করের বিচার চেয়ে পথে নামলেন মিঠুন! Video: রাধাষ্টমীতে উৎসবের রঙে সেজে উঠল মায়াপুরের ইসকন লন্ডনের রাস্তায় জলের বোতল হাতে দাঁড়িয়ে বিরাট, পাশে তখন কী করছিলেন অনুষ্কা? আগামিকাল কেমন কাটবে আপনার? হাতে টাকা আসতে পারে? ১২ সেপ্টেম্বরের রাশিফল জানুন পুজোর আগে সুখবর! এবার স্টেশন পৌঁছনোর আগেই কাটা যাবে মেট্রোর টিকিট, এল 'অ্যাপ' ফাইনালে ঝকঝকে শতরান রোহিতের, তিলককে ছাড়াই বুচি বাবু চ্যাম্পিয়ন হায়দরাবাদ স্যার, বাংলায় বিচারপতিদেরও সুরক্ষা নেই, কেন্দ্রকে চিঠি দিলেন সুকান্ত পুরুষদের কু-প্রস্তাব নিয়ে কথা হচ্ছে, অথচ যে মেয়েরা কাজ পেতে কম্প্রোমাইজের…: এনা চিন কি বিনিয়োগ করার অনুমতি পাবে ভারতে? অবস্থান খোলসা করলেন এস জয়শঙ্কর মইজ্জুর ভারত সফরের আগে মোদীকে অপমানসূচক মন্তব্য করা মলদ্বীপের ২ মন্ত্রীর ইস্তফা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.