সিএএ-এর বিরুদ্ধে গর্জে ওঠা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারে অভিযোগে উত্তাল গোটা দেশ। জেএনইউ থেকে যাদবপুর প্রতিবাদ জানিয়েছে ছাত্র নিগ্রহের। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন বহু বলিউড তারকাই। ক্ষোভ উগড়ে দিয়েছেন বুদ্ধিজীবীরা। এবার জামিয়ার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কাজ হারালেন অভিনেতা সুশান্ত সিং। সাবধান ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হল সুশান্তকে। যদিও এব্যাপারে মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। জামিয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে মুম্বই আয়োজিত এক মিছিলে পা মিলিয়ে ছিলেন সুশান্ত। এরপর সামনে এল এই খবর।
সোমবার টুইটারে সুশান্ত জানান, ‘ সাবধান ইন্ডিয়ায় আমার কার্যকাল শেষ হল’। এরপরই টুইটারে প্রতিবাদের ঝড় ওঠে।
নেটিজেনরা প্রশ্ন করেন, প্রতিবাদে সামিল হওয়ার জন্যই কি এই দাম দিতে হল? অভিনেতার সাফ জাবাব, প্রতিবাদের জন্যই 'ছোট্ট দাম দিতে' হয়েছে। অভিনেতা এটা জানাতেও ভোলেন নি ভগত সিং, রাজগুরু, সুখদেবের মুখোমুখি দাঁড়িয়ে তাকে জবাব দিতে হবে।
নেটিজেনরা একাধিক টুইট করেছেন সুশান্তের সমর্থনে। তীব্র নিন্দা জানিয়েছেন চ্যালেন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের। শোনা যাচ্ছে সুশান্তের জায়গায় শোয়ের সঞ্চালক হিসাবে দেখা যেতে পারে আশুতোষ রাণাকে।
'দ্য লিজেন্ড অফ ভগত সিং'-এ সুখদেবের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত। পাশাপাশি হেট স্টোরি টু, বেবির মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।