বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushmita Sen: অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ৭ দিনের মাথায় ফিরলেন জিমে, কী বললেন সুস্মিতা

Sushmita Sen: অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ৭ দিনের মাথায় ফিরলেন জিমে, কী বললেন সুস্মিতা

পুরনো অভ্যাসে ফিরলেন সুস্মিতা সেন, শেয়ার করলেন ছবিও

Sushmita Sen: ফের ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার ছবি দিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। অনুরাগীদের আশ্বস্ত প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানিয়েছেন, ‘আমার চিকিৎসক অনুমতি দিয়েছেন। আবার স্ট্রেচিং শুরু করলাম। কী দুর্দান্ত অনুভূতি’।

বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী সুস্মিতা সেন। এই বলি সুন্দরীর হার্ট অ্যাটাকের খবরে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। গত ২রা মার্চ প্রকাশ্যে আসে দিন কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীর। বসেছে স্টেন্ট।

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়েছেন সুস্মিতা। এ বার ফের ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার ছবি দিলেন অভিনেত্রী। অনুরাগীদের আশ্বস্ত প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী স্পষ্ট জানিয়েছেন, ‘আমার চিকিৎসক অনুমতি দিয়েছেন। আবার স্ট্রেচিং শুরু করলাম। কী দুর্দান্ত অনুভূতি’। নায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। তবে চিকিৎসকের পরামর্শ শুনেই ফের পুরনো অভ্যাসে ফিরলেন অভিনেত্রী। বাড়িতেই অল্প অল্প করে শরীরচর্চা শুরু করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

আরও পড়ুন: আইসিইউতে মালয়ালম অভিনেতা বালা, করাতে হবে লিভার প্রতিস্থাপন

গত ২৭শে ফেব্রুয়ারি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে ভর্তি হন সুস্মিতা। শ্যুটিংয়ের ফাঁকে শারীরিক অস্বস্তি অনুভব করেন অভিনেত্রী। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগে চিকিৎসকরা তাঁকে দেখে জানান, অস্ত্রোপচার করতে হবে। তাঁর মেইন আর্টারিতে ৯৫% ব্লকেজ ধরা পড়ে। অভিনেত্রীর কথায়, ‘আমি বরাত জোরে একটা বিরাট বড় হার্ট অ্যাটাকের থেকে রক্ষা পেলাম। বিরাট বলতে সত্যিই বিরাট… ৯৫% ব্লকেজ ধরা পড়ে আমার হার্টের মেইন আর্টারিতে। কিন্তু সেটা একটা খারাপ পর্ব, যা কেটে গিয়েছে। আমি কিন্তু একটুও ভয় পায়নি’।

সুস্থ হয়ে ওঠার পর এক ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত আপডেট ভাগ করে নিয়েছিলেন সুস্মিতা। লাইভে এসে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স এবং অনন্য সদস্যদের অন্তর থেকে ধন্যবাদ জানান সুস্মিতা। বলেন, ‘অনেক কিছু ঘটেছে গত মাসে…. এতো ভালোবাসা পেয়েছি, আর্শীবাদ পেয়েছি….ভালোবাসার কোনও খামতি ছিল না। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

অভিনেত্রীর কথায়,'আমি নিজের গোপনীয়তা পছন্দ করি। তাই আমি ওদের একটাই অনুরোধ করেছিলাম, যে আমি যে হাসপাতালে ভর্তি রয়েছি সে কথা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। ওরা সেই কথা রেখেছে। আমি ছুটি পাওয়া পর্যন্ত কেউ আমার অসুস্থতার খবর জানতে পারেনি'।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ইনস্টাগ্রামের এক পোস্টে সুস্মিতা লিখেছিলেন, ‘কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল…অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে…স্টেন্ট বসেছে…সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট আবার নিশ্চিত করেছেন ‘আমার হৃদয় অনেক বড়। সময়মতো সাহায্যের জন্য সকলকে ধন্যবাদ।’

সুস্মিতা আরও লিখেছিলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের এই সুসংবাদ জানাতে চাই যে সব ঠিক আছে এবং আমি আবারও কিছুদিন নতুন জীবনের জন্য প্রস্তুত।’ বাবা সুবীর সেনের কতা টেনে সুস্মিতা জানান, বাবা তাঁকে বলেছেন, ‘নিজের হৃদয়কে খুশি রাখো, সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার দরকার সোনা।’

 

বন্ধ করুন