বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal as DJ Mohabbat: ভোল বদল ভিকির! অনুরাগ কাশ্যপের ছবিতে ‘ডিজে মহব্বত’ হয়ে আসছেন তিনি

Vicky Kaushal as DJ Mohabbat: ভোল বদল ভিকির! অনুরাগ কাশ্যপের ছবিতে ‘ডিজে মহব্বত’ হয়ে আসছেন তিনি

অনুরাগ কাশ্যপের ছবিতে ‘ডিজে মহব্বত’ হয়ে আসছেন ভিকি

Vicky Kaushal as DJ Mohabbat: অনুরাগ কাশ্যপের আগামী ছবি অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। নিজের চরিত্র নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।

অনুরাগ কাশ্যপের আগামী ছবির নাম আগেই জানা গিয়েছিল। অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত। এবার প্রকাশ্যে এল মুখ্য চরিত্রে কাকে দেখা যেতে চলেছে। যদিও এতদিন এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা, জল্পনা কল্পনা চলছে। তবে সে সব কিছুর উপর জল ঢেলে জানা গেল মুখ্য চরিত্রে দেখা যাবে উড়ি-খ্যাত অভিনেতা ভিকি কৌশলকে। অর্থাৎ ভিকি ডিজে মহব্বতের চরিত্রে অভিনয় করবেন এই ছবিতে।

এই পরিচালক অভিনেতা জুটির এটা চতুর্থ ছবি হতে চলেছে। এই ছবিতে একদম নতুন রূপে ধরা দিতে চলেছেন ভিকি কৌশল। এটি একটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানার ছবি।

অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত ছবির বিষয়ে অনুরাগ কাশ্যপ বলেন, 'এই ছবিটির গুরুত্বপূর্ণ তো বটেই, অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডিজে মহব্বত।' তিনি জানান, 'আমি বিশেষ কাউকে খুঁজছিলাম ছবিটির জন্য। ভালোবাসার কণ্ঠ এবং দুটো গল্পের যোগসূত্র দেখা যাবে এই ডিজে মহব্বতের মধ্যে। ফলে এই দারুণ মিশেল রয়েছে এমন একজন মানুষকেই খুঁজছিলাম। আর আমার কাছে ভিকি তেমনই একজন মানুষ। ও সবসময় মনের কথা বলে। ভুলে যায় না কখনও। তাঁর শ্রোতা এবং লোকদের প্রতি এবং অবশ্যই যে ছবিতে যে চরিত্রে ও অভিনয় করে সেটার প্রতি ও কৃতজ্ঞ থাকে।'

অন্যদিকে অভিনেতা তাঁর এই নতুন কাজ এবং চরিত্রের বিষয় জানান, 'অনুরাগ স্যার আমার মেন্টর, বন্ধু এবং অনেক সময় এই বিনোদন জগতের বিষয় আমার কাছে জানলার মতো। উনি যখন এই চরিত্রটির কথা বলেন আমি রাজি হয়ে যাই।'

এই ছবিতে উঠে আসবে একটি ছোট শহরের একটি মেয়ের কথা। সেই মেয়েটি ডিজে মহব্বতের প্রেমে পাগল। একই সঙ্গে এই ট্রেলার থেকে বোঝা যাবে আজকালকার প্রজন্মের কাছে ভালোবাসার অর্থ কী। আর এই মেয়েটির চরিত্রে দেখা যাবে আলায়া এফকে। এই ছবির ট্রেলারে সুন্দর করে ফুটে উঠেছে ছোট এবং বড় শহরে নতুন প্রজন্মের ভালোবাসার গল্প। আলায়াকে এই ছবিতে করণ মেহতার সঙ্গে পালিয়ে যেতে দেখা যাবে। তিনি অভিনেত্রীর শহরের বাসিন্দা। দুজনে একই জায়গায় থাকেন।

আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবিটির হাত ধরেই বলিউডে পা রাখছেন করণ মেহতা।

বন্ধ করুন