বাংলা নিউজ > বায়োস্কোপ > Vir Das: ৫ ঘন্টা প্লেনে আটক! যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার তুমুল বচসা, রানিং কমেন্ট্রি দিলেন বীর দাস

Vir Das: ৫ ঘন্টা প্লেনে আটক! যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার তুমুল বচসা, রানিং কমেন্ট্রি দিলেন বীর দাস

বীর দাস

এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে হয়রানির শিকার বীর দাস। পাঁচ ঘন্টা আটকে থাকলেন প্লেনে। ভিতরে কী কী কাণ্ড ঘটল? 

পাঁচ ঘন্টা ধরে এয়ার ইন্ডিয়ার বিমানে আটকে থাকলেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস। এত সময় ধরে বিমানবন্দি প্যাসেঞ্জাররা হইচই কাণ্ড বাঁধিয়ে দেয় প্লেনের অন্দরে। বিমান সংস্থার কর্মীদের সঙ্গে বারেবারে বচসা চলে যাত্রীদের। বিমানের ভিতর বসে বসে এই সব ঘটনার ‘রানিং কমেন্ট্রি’ টুইটারে দিলেন বীর দাস। স্বভাবতই নিজের হাস্যরসবোধ মিশিয়ে মজাদারভাবে সেই ঘটনাবলি পেশ করেন তিনি।

টুইটারে প্রথম পোস্টে বীর লেখেন, দিল্লিতে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বসে রয়েছেন তিনি, গত চার ঘন্টা ধরে। লেহ-র খারাপ আবহওয়ার জেরে আপতত বিমান এখন টেক অফ করতে পারছে না। তবে পরিস্থিতি বিগড়ে যায়, যখন বিমানের অন্দরে বসে থাকা যাত্রীরা জানতে পারেন অন্য বিমান ওঠা-নামা করছে।

বীর লেখেন, ‘এবার যাত্রীরা বিদ্রোহ শুরু করে দিয়েছে। কারণ অন্য বিমান এসে পৌঁছে গিয়েছি। সকলে লেহ-তে থাকা পরিচিতদের ফোন করে জানতে পেরেছে আবহাওয়া একদম পরিষ্কার। ক্যাপ্টেন ককপিটের বাইরে আসছেন না। ক্যাবিন ক্রু ভিতরে চলে গেছে। আমরা ৫০জন প্লেনের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক যেমন ক্ষুধার্তরা হলদিরামের গেট খোলবার অপেক্ষা করে’।

এরপর বীর জানান, রেগে কাঁই হয়ে থাকা যাত্রীদের কেবিন ক্রু বোঝানোর চেষ্টা করছে অন্য বিমান সংস্থার চেয়ে এয়ার ইন্ডিয়া অনেক বেশি সুরক্ষিত। সেই কারণে তাঁদের বিমান চলাচলের নির্দিষ্ট গাইডলাইন আছে, যা লঙ্ঘন করা যাবে না। কোনও কোনও যাত্রী তো কর্পোরেট পলিসি টেনে তর্ক জুড়ে দিয়েছে। যাত্রীদের বিদ্রোহ শুনে, ককপিটের ভিতর থেকেই বিমানচালক হুমকির সুরে বলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রীরকাছে অভিযোগ জানাব’।

এত গণ্ডোগোলের মধ্যেই বীর ফের জানান, অবশেষে ওই বিমানের পাইলট এবং বাকি ক্রু-কে বদলে দেওয়া হয়েছে। এক তরুণ পাইটল এবার ককপিটের দায়িত্বে। সকলে আশাবাদী যে এবার দ্রুত গন্তব্যে পৌঁছাবে তাঁরা। অবশেষে প্লেন টেক-অফ শুরু করলে সেই আপটেডটিও দেন বীর। লেখেন, ‘আমার চোখে এবার আনন্দের জল! প্লেনটা নড়ছে! হয়ত কেঁদেই দেব এবার’।

বীরের এই অভিজ্ঞতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন সকলে। শেষবার পর্দায় বীর দাসকে দেখা গিয়েছে হলিউড ছবি ‘দ্য বাবল’এ। গত ২৫শে মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

পিসিওএসে ভুগছেন? কোন কোন বিষয়ে এখন থেকেই সাবধান হবেন প্রিয়রঞ্জনের স্মৃতিবিজড়িত রায়গঞ্জে কড়া লড়াই কৃষ্ণ-কার্তিকের রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? পিওপিএসকে-তে ২০ হাজারের বেশি আবেদন পড়ে, নিষ্পত্তিতে ১ মে পাসপোর্ট আদালত মতুয়াবাড়ি মামলায় শান্তনুকে স্বস্তি, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের মুম্বইয়ে ৪ টি ফ্ল্যাট, ৩টে দামি গাড়ি, কত কোটির মালিক ‘বার্থ ডে বয়’ অরিজিৎ সিং? ‘ও আমার থেকে অটোগ্রাফ নিয়েছিল, সেই সই-এর সাহায্যেই ২৬ লক্ষ টাকা প্রতারণা…’ বালুরঘাট লোকসভা কেন্দ্র ২০২৪: গড়রক্ষার লড়াই সুকান্তের, জানুন অতীতের ফলাফল জটিল পারিবারিক সম্পর্কের মোকাবিলা করুন এইভাবে, থেরাপিস্ট শেয়ার করলেন টিপস

Latest IPL News

রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.