'কিউকি সাস ভি কভি বহু থি', 'কহিঁ তো হোগা', 'সসুরাল সিমার কা'-র মতো টিভি শোয়ের জন্য পরিচিত অভিনেতা বিকাশ শেঠি শনিবার রাতে নাসিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই শেষ নি: শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। সোমবার মুম্বইয়ে বিকাশের শেষকৃত্য সম্পন্ন হয়, সেখানে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: (‘সোশ্যাল মিডিয়া থেকে দূরে কেন?’ কারণ নিজেই জানালেন রশ্মিকা)
মুম্বইয়ে বিকাশ শেঠির শেষকৃত্য সম্পন্ন অভিনেতার
মা সুরেখা শেঠির ছেলের মৃতদেহ দেখে ভেঙে পড়ছেন এমন একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো শেয়ার করেছেন। হিতেন তেজওয়ানি, শরদ কেলকারের মতো অভিনেতাদেরও বিকাশকে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে। বিকাশের শেষকৃত্যে অভিনেতা জসবীর কৌর এবং দীপক তিজোরিকেও দেখা গিয়েছিল।
বিকাশের স্ত্রী বিবৃতি জারি করেছেন
বিকাশের স্ত্রী এবং দুই যমজ পুত্র সন্তান রয়েছে। বিকাশের স্ত্রী জাহ্নবী শেঠি সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে জারি করা এক বিবৃতিতে বলেছেন। ‘অত্যন্ত দুঃখের সাথে, আমরা আপনাকে আমাদের প্রিয় বিকাশ শেঠির মৃত্যুর কথা জানাচ্ছি, যিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আগামী ৯ সেপ্টেম্বর হিন্দু রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হবে। এই কঠিন সময়ে আপনার উপস্থিতি, প্রার্থনা এবং সমর্থন গভীরভাবে প্রশংসা করা হবে।’
আরও পড়ুন: (অ্যাপেল ইভেন্টে অদিতি-সিদ্ধার্থ, দেখা করলেন টিম কুকের সঙ্গে)
বিকাশের শেষ মুহূর্তগুলির স্মরণ
জাহ্নবীর মতে, তিনি এবং বিকাশ একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে নাসিকে গিয়েছিলেন। ‘আমরা যখন নাসিকে আমার মায়ের বাড়িতে পৌঁছাই, তখন তাঁর বমি এবং লুজ মোশন হচ্ছিল। তিনি হাসপাতালে যেতে চাননি তাই আমরা ডাক্তারকে বাড়িতে আসতে বলি। রবিবার ভোর ৬টার দিকে আমি যখন ওকে ঘুম থেকে জাগাতে যাই, তখন ও আর নেই। সেখানকার চিকিৎসক আমাদের জানিয়েছেন, গতকাল রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।’
আরও পড়ুন: (দ্বিতীয় ছবিতেই আলিয়ার সঙ্গে স্ক্রিন ভাগ, তবুও বেদাং বললেন, 'নিজের পরিচয় ভোলা যাবে না...')
টেলিভিশনের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি, বিকাশ ২০০১ সালে করণ জোহরের ছবি কাভি খুশি কাভি গমের অংশ ছিলেন। এতে তিনি পু (কারিনা কাপুর) এর বন্ধু রবির চরিত্রে অভিনয় করেছিলেন। বিকাশ তাঁর তৎকালীন স্ত্রী অমিতার সঙ্গে নাচের রিয়েলিটি শো, নাচ বালিয়ে-র তৃতীয় সিজনেও অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে জাহ্নবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।