Films on Swami Vivekananda: আজ ১২ জানুয়ারি, দেশের অন্যতম কৃতি সন্তান স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। তাঁর জীবনের গল্প কোন কোন সিনেমায় উঠে এসেছে? দেখুন তালিকা।
1/6১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। যদিও তাঁর প্রথম জীবনে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ডাকনাম ছিল বিলে। শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে গিয়ে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। তুলে ধরেন সনাতন ধর্মের কথা। প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ। ভারত মাতার এই বীর সন্তানের জন্মদিনে আসুন দেখে নেওয়া যাক তাঁকে নিয়ে তৈরি হওয়া কিছু ছবি, ধারাবাহিকের কথা। দেখে নেওয়া যাক কারা সেখানে তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন।
2/6সবার আগে বলা যাক ১৯৫৫ সালের হিন্দি ছবি স্বামী বিবেকানন্দর কথা। এই ছবির পরিচালনা করেছিলেন অমর মল্লিক। অজিত প্রকাশ, ভারতী দেবী, প্রমুখকে এই ছবিতে দেখা গিয়েছিল।
3/6১৯৬৪ সালে মুক্তি পায় বাংলা ছবি বীরেশ্বর বিবেকানন্দ। মধু বোস ছবিটির পরিচালনা করেছিলেন। অমরেশ দাস নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। গুরুদাস বন্দ্যোপাধ্যায় হয়েছিল রামকৃষ্ণ দেব।
4/6এরপর বলা যাক, ১৯৯৮ সালের স্বামী বিবেকানন্দ ছবিটির কথা। এই ছবিটার পরিচালনা করেছিলেন জিভি আইয়ার। সুবারামি রেড্ডি এই ছবির প্রযোজনা করেছিলেন। ছবিটি তৈরি করতে ১১ বছর সময় লেগেছিল। সর্বদমন ডি বন্দ্যোপাধ্যায়কে এই ছবিতে স্বামীজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
5/6২০১৩ সালে মুক্তি পেয়েছে, দ্য লাইট: স্বামী বিবেকানন্দ। এই ছবিটি হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই মুক্তি পেয়েছে। উৎপল সিনহা ছবিটির পরিচালনা করেছিলেন। স্বামীজির শিক্ষার উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল। দীপ ভট্টাচার্যকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।
6/6এছাড়া বর্তমানে আকাশ আট চ্যানেলে যুগনায়ক স্বামী বিবেকানন্দ নামক একটি ধারাবাহিক দেখানো হয়। স্বামীজির ছেলেবেলার চরিত্রে, অর্থাৎ নরেন্দ্রনাথের চরিত্রে দেখা যায় সাফল্য দেবনাথকে। সুশান্ত বোস এই ধারাবাহিকের পরিচালনা করেন।