বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila Sharma: আচমকা ব্রেন স্ট্রোক, ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, কেমন আছেন এখন

Aindrila Sharma: আচমকা ব্রেন স্ট্রোক, ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, কেমন আছেন এখন

ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা

Aindrila Sharma health update: হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা। ব্রেন স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে নায়িকার। মঙ্গলবারের তুলনায় বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে শরীরিক অসুস্থতা অনুভব করেন। এরপরই আচমকা ব্রেন স্ট্রোক হয় নায়িকার। ব্রেন স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে।

হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রের খবর, কোমায় আচ্ছন্ন অভিনেত্রী। মঙ্গলবারের তুলনায় বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা না কাটানো পর্যন্ত কিছু বলতে নারাজ চিকিৎসক।

কেমন আছেন অভিনেত্রী? এ বিষয় চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত অভিনেত্রীর শরীরের এক দিকে কোনও সাড় নেই। শুধু চোখ নড়ছে, বাঁ হাত সামান্য নাড়াতে পারছেন। তবে অভিনেত্রীর বয়স কম, তাই আশার আলো দেখছেন চিকিৎসকেরা।

দু'বার ক্যানসারকে হারিয়ে ধীরে ধীরে সাধারণ জীবনে ফিরছিলেন অভিনেত্রী। সুস্থ হয়ে ওঠার পর একের পর ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। অভিনেত্রীর অসুস্থতার সময় প্রত্যেক মুহূর্তের তাঁর পাশে দেখা মিলেছে প্রেমিক সব্যসাচী চৌধুরীর। আপাতত অভিনেত্রীর শারীরিক অবস্থা শুনে উদ্বিগ্ন ভক্তরা।

 

 

বন্ধ করুন