কপালে চওড়া করে সিঁদুর, পরনে লাল বেনারসী কনের সাজে নিজের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। লকডাউনের ফলে শ্যুটিং বন্ধ। তাই বাড়িতে ফটোশ্যুট সারতে দেখা গেল দর্শকদের প্রিয় দিঠিকে। বিয়ের সাজে নিজের ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন তিনি।
লাল বেনারসী, সিঁথিতে চওড়া করে সিঁদুর, গা ভর্তি সোনালি গয়না, নাকে নথ ও মাথায় সোলার টোপর পরে পুরোদস্তুর কনের সাজে ধরা দিলেন ঐশী। কনের লুকে একাধিক ছবি শেয়ার করেন অভিনেত্রী। কমেন্ট বক্সেও উপছে পড়ছে অনুরাগীদের ভালবাসা। তাঁকে নববধূর লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
বাঙালি নয় এর আগেও ওয়েস্টার্ন, ফিউশন পোশাকে ফটোশ্যুটেও নেটদুনিয়ায় মাতিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দিঠির চরিত্রে অভিনয় করছেন তিনি। দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় দিঠি। অনেক অল্প বয়স থেকে অভিনয় করে সে। শৈশবে ‘খনা’ ধারাবাহিকে ছোট্ট খনার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।