খ্রিস্টমাসের ছুটিতে জমজমাট বাংলা ছবির বাজার। বড়দিনের ছুটিতে একই সঙ্গে মুক্তি পাচ্ছে ৪টি বাংলা ছবি। 'খাদান', ‘সন্তান’, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’, ‘চালচিত্র’। বোঝাই যাচ্ছে, বক্স অফিসে লড়াই হবে জোরদার। ছবি মুক্তির আগে থেকেই অবশ্য ছবির প্রযোজকদের মধ্যে টক্কর শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে এসে হাজির পুষ্পা। দেব-রাজ সকলেরই অভিযোগ পুষ্পার কারণে হল পাচ্ছে না বাংলা ছবি। তার উপর আবার এখনও সাফল্যের সঙ্গে সিনেমাহলে চলছে উইনডোজ প্রোডাকশনের পুজোর ছবি ‘বহুরূপী’, সে ছবি এখনও হাউস ফুল। সেখানেও তাই হল কিছুটা হলেও ব্লক। তাই হল নিয়ে 'মারপিট' যে লাগবে তা জানা কথাই…।
এদিকে ছবির প্রচার নিয়ে এক অপরকে খোঁচা দিতে ছাড়েননি দেব ও রাজ। 'খাদান' এর অতিরিক্ত প্রচার নিয়ে কটাক্ষ করেন রাজ চক্রবর্তী। পাল্টা উত্তর দিতে ছাড়েননি দেব। তাই ‘খাদান’ বনাম ‘সন্তান’ লড়াই বহু আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এদিকে এত লড়াইয়ের মধ্যেও ৫ নম্বর স্বপ্নময় লেনের প্রিমিয়ারে এসে বন্ধুত্বের বার্তা দিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা।
'খাদান', 'সন্তান' ‘চালচিত্র’, '৫ নম্বর স্বপ্নময় লেন' নাকি 'পুষ্পা', কে কোন ছবি দেখবেন, এই প্রশ্নে অন্বেষার সোজা-সরল জবাব, ‘বাপ এসেছে, মাও এসেছে, (সিনে মা চালচিত্র), সন্তানও এসেছে। তিনজনে মিলে ৫ নম্বর স্বপ্নময় লেন দিয়ে ঘুরে যাক। যাওয়ার সময় মন্দিরে পুষ্পা নিয়ে বাড়ি চলে যাবে।’ টলিউড অনলাইনের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে অন্বেষার এই মজাদার মন্তব্য। প্রসঙ্গত এখানে বাপ বলতে খাদান-এর কথা বলেছেন অন্বেষা। কারণ, ছবি প্রচারে বাপ এসেছে কথাটা ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা ছবির গানও আছে।
আরও পড়ুন-ইয়ালিনি তো নয়! তবে শুভশ্রীর কোলে এটা কার ‘সন্তান’? শিশুটিকে চুমুতে ভরালেন রাজ
আরও পড়ুন-কাপুর বাড়ির ওই ছেলে তো 'ছ্যাঁচড়া, লম্পট, ও হবে রাম!' রণবীরকে নিয়ে বেফাঁস মুকেশ খান্না
বুধবার প্রিয়াতে ছিল ‘৫ নম্বর স্বপ্নময় লেন’এর প্রিমিয়ার। সেখানে এসেই এই মন্তব্য করেন অন্বেষা। তাঁর এই মন্তব্যের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে সেখানে কেউ ‘খাদান’, কেউ 'সন্তান', কেউ আবার ‘পুষ্পা’ নিয়ে গলা ফাটিয়েছেন। আবার অনেকেই অন্বেষার জন্য ৫ নম্বর স্বপ্নময় লেন দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত বড়দিনে মুক্তি পেতে চলা এই চারটি ছবি চারটি ভিন্ন ঘরানার। চারটি ছবি নিয়েই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এখন শেষ পর্যন্ত কোন ছবি কেমন হল পায়, কতটা দর্শকদের মন জয় করে সেটাই দেখার।