কমবেশি সকল বাঙালির কাছেই পুরী হল সেকেন্ড হোম। আম আদমি থেকে সেলেব, অনেকেই সুযোগ পেলে টুক করে ঘুরে আসেন পুরী। এই যেমন এই মুহূর্তে স্বামীর সঙ্গে পুরীতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
শুধু ছুটি কাটানোই নয়, পুরীর সমুদ্র সৈকত থেকে স্বামীর সঙ্গে হাত ধরাধরি করে ভিডিয়োও পোস্ট করেছেন অপরাজিতা। সেসময় অপরাজিতার পরনে গোলাপী টিশার্ট ওর নীল শর্টস। আর অতনু পরেছিলেন হলুদ টি-শার্ট আর ট্রাউজার। তবে সৈকতে বসে অপরাজিতা জানালেন, ‘পুরীর সমুদ্রে ব্যাপারই আলাদা। তবে আমি প্রায় ঢেউ-এ চলে যাচ্ছিলাম। কোনও রকমে হাচর-পাচর করে উঠেছি। হাঁটু কেটে গিয়েছে। কিন্তু তবুও খুব মজা লাগছে।’
ভিডিয়োর পরবর্তী অংশে সৈকতে বসে আঙুল দিয়ে বালিতে লাভ চিহ্ন আঁকতে দেখা যায় অভিনেত্রীকে। আর তখন মাঝে মধ্যেই ঢেউ-এর জল এসে ভিজিয়ে দিচ্ছিল অপরাজিতাকে। তাঁকে দেখে বোঝায় গেল, তিনি সমুদ্র বেশ উপভোগ করছেন। ‘শুনা রাহা হ্যায় ইয়ে সামা, সুনি সুনি সি দাস্তাঁ...’। ক্যাপশানে ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অপরাজিতা।
আরও পড়ুন-ডিভোর্স নাহলেও আলাদাই থাকতেন! স্ত্রী সাংসদ হওয়ার পর ফের এক ছাদের তলায় প্রবাল ও রচনা?
প্রসঙ্গত, অনেক অল্পবয়সেই টেকনিশিয়ান অতনু হাজরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অপরাজিতা আঢ্য়। জানা যায়, অতনুই অপরাজিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। শুরুতে অভইনেত্রী না বলে দিয়েছিলেন। তবে পরে এক বান্ধবীর অনুরোধে অতনুর বাড়ি গিয়ে তাঁর মায়ের সঙ্গে আলাপ হওয়ার পর অভিনেত্রী সিদ্ধান্ত নেন, ওই বাড়িতেই তিনি বিয়ে করবেন। বিয়ের পর হাওড়া থেকে অপরাজিতা চলে আসেন শ্বশুরবাড়ি বেহালায়। সেটাই এখন অপরাজিতার পাকাপাকি ঠিকানা।