‘এখানে আকাশ নীল’ থেকে ‘একদিন প্রতিদিন’, ‘কুসুম দোলা’, 'কোজাগরী', ‘এক্কা দোক্কা’ সহ একসময় বহু সুপার হিট সিরিয়ালের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। আবার বহু ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন অপরাজিতা। মাঝে অবশ্য কয়েকটা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে সেভাবে অভিনয় দুনিয়ায় বহুদিন দেখা মেলেনি তাঁর। শোনা যাচ্ছে, আবারও কেন্দ্রীয় চরিত্রে সিরিয়ালের দুনিয়াতে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস।
অপরাজিতার টিভি পর্দায় এই কামব্যাকের নেপথ্যে নাকি লীনা গঙ্গোপাধ্যায়। টিভি পাড়ায় জোর খবর নতুন সিরিয়ালের গল্প লিখছেন লীনা। দুই মধ্য-বয়স্ক নারী-পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে এগোবে সেই গল্প। আর সেখানেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। তবে তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকবেন, তা অবশ্য এখনও জানা যায়নি। লীনা গঙ্গোপাধ্যায়ের 'ম্যাজিক মোমেন্টস'-এর এই নতুন সিরিয়াল নাকি দেখানো হবে স্টার জলসায়। এখনও পর্যন্ত তেমনই খবর মিলেছে।
আরও পড়ুন-মুম্বইয়ের সৈকতে ছট পুজো উদযাপন, ছবি দিয়ে কী লিখলেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা?
প্রসঙ্গত ছোট পর্দায় অপরাজিতার সঙ্গে অন্যতম সফল জুটি ছিল অভিনেতা ঋষি কৌশিকের। 'একদিন প্রতিদিন' থেকে শুরু করে 'এখানে আকাশ নীল', ‘কুসুম দোলা’, বহু হিট সিরিয়াল উপহার দিয়েছেন অপরাজিতা ও ঋষি কৌশিক জুটি। এবারও কি টেলিপর্দায় এই জুটির ফেরার সম্ভবনা রয়েছে? নাকি নতুন কোনও নায়ক? নাহ, সেখবর অবশ্য জানা যায়নি। এই মুহূর্তে ঋষি কৌশিক অবশ্য মুম্বইয়ে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আর অপরাজিতা বহুদিন পর পর্দায় ফিরতে চলেছেন।
প্রসঙ্গত টিভি সিরিয়াল ছাড়াও 'ইতি শ্রীকান্ত', ‘দ্রোণাচার্য’, ‘চলো লেটস গো’, ‘চৌরাস্তা’, ‘হাতে রইল পিস্তল’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘একফালি রোদ’, ভেংচি, 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-এর মতো সিনেমায় দেখা গিয়েছিল অপরাজিতা ঘোষ দাসকে। ২০২৩-এ শেষবার অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘কীর্তন’ নামে একটা ছবিতেও অভিনয় করেছিলেন অপরাজিতা।