বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai Update: ‘এই বয়সে ঠাকুমা হতে পারব না’, মিঠাই থেকে সরে দাঁড়িয়ে রোষের মুখে ‘পিপি’ অর্পিতা

Mithai Update: ‘এই বয়সে ঠাকুমা হতে পারব না’, মিঠাই থেকে সরে দাঁড়িয়ে রোষের মুখে ‘পিপি’ অর্পিতা

মুখ খুললেন অর্পিতা

Mithai Update: 'সৌমিতৃষার সঙ্গে বন্ডিং খুব মিস করব', মিঠাই থেকে আচমকা সরে দাঁড়ানোর কারণ খোলসা করলেন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। 

সম্প্রতি ‘মিঠাই’ ধারাবাহিকে এসেছে বিরাট পরিবর্তন। দিন দশেক আগেই লিপ নিয়েছে জি বাংলার এই সিরিয়ালের গল্প। মিঠাই-এর মৃত্যু, শাক্যর দুষ্, মিঠির এন্ট্রি- এইসব নিয়েই এখন এগোচ্ছে ‘মিঠাই’-এর গল্প। কিন্তু গল্প এগিয়ে যাওয়ার পর যে সকল চরিত্রগুলো ধারাবাহিকে মিসিং তাঁর অন্যতম মিঠাইয়ের ‘পিপি’ মানে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। জি বাংলারই ‘এই ঘর এই সংসার’-এর সঙ্গে ছোটপর্দায় সফর শুরু হয়েছিল অর্পিতার। কিন্তু ‘মিঠাই’ ধারাবাহিকের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অর্পিতা। আচমকা কেন মিঠাই থেকে সরে দাঁড়ালেন তিনি? অভিনেত্রীকে কি ছেঁটে ফেলা হল নাকি নিজেই সরে গেলেন? সবটা খোলসা করলেন মোদক পরিবারের মেয়ে ‘অপা’। 

অনেকেই আশা করছিল হয়ত ‘পিপি’ কামব্যক করবে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে তিনি স্পষ্ট জানালেন আর মিঠাই-তে ফিরবেন না। সিরিয়ালের স্বার্থে কাহিনিতে এসেছে বড় টুইস্ট, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পেরেই সরে দাঁড়িয়েছেন অর্পিতা। তাঁর কথায়, ‘এই সিদ্ধান্ত একেবারে ব্যক্তিগত’। টলি ফ্যাক্টসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘মিঠাইয়ের পুরো টিমকে আমি খুব মিস করি। সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট ছিল স্বাগতাদি আর বিশ্বজিৎদার সঙ্গে। আজও আমরা মিট করি। কোনও বিদ্বেষ বা ঝগড়া থেকে আমি মিঠাই ছাড়িনি।… ওদের গল্পে কিছু চেঞ্জ আনতে হচ্ছিল, সেটাতে আমার আপত্তি ছিল। কিন্তু চ্যানেল বা প্রোডাকশন টিমের সঙ্গে বিবাদ নয়। আমার ওই এজ লিপটায় একটু সমস্যা ছিল। পিপি যদি ছাপ ফেলে থাকে এখন তো পিপির জায়গায় এতগুলো পিপি (শাক্যর পিসিরা) চলে এসেছে….. শাক্যকে মানুষ করবার জন্য।’ 

হ্যাঁ, এই বয়সে ঠাকুমার চরিত্রে অভিনয় করতে রাজি নন অর্পিতা। সেইজন্যই মিঠাই থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। পাশাপাশি অন্য একটি শো-এর একটু বেশি সময় দিতে হবে, সেই হোমওয়ার্কের জন্য ‘মিঠাই’ ছাড়বেন অর্পিতা। তবে মিঠাই-এর মেক-আপ রুম আর অপার লুকটা খুব মিস করবেন বলে জানান অভিনেত্রী। সঙ্গে বলেন, ‘আমি সৌমিতৃষাকে খুব মিস করব। ওর সঙ্গে সারাক্ষণ (আমার খুনসুটি) চলত। তুই এটা খাবি না। এটা করবি না। তবে আমাদের এখনও নিয়মিত কথা হয়’। দর্শদের কাছে ক্ষমা চেয়ে অর্পিতা বলেন, ‘সত্যি বলতে এখনই আমি ঠাকুমা-দিদিমার চরিত্রে অভিনয় করতে চাই না। সত্যি বলতে নিশ্চয় সময় আসবে করব এই চরিত্রগুলো, কিন্তু এখনই নয়’। 

‘অপা’ চরিত্রটা মিঠাই ভক্তদের খুব কাছের। এভাবে অর্পিতা সরে দাঁড়ানোয় হতবাক অনেকেই। কেউ কেউ অভিনেত্রীর এই সিদ্ধান্তের কথা শুনে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তাঁদের মতে দর্শকদের ইমোশনকে গুরুত্ব দেওয়া উচিত, কেউ কেউ আবার অর্পিতার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে লিখেছেন- ‘পিপিকে খুব মিস করব’। 

 

 

বন্ধ করুন