আজকাল হামেশাই ট্রোলিং-এর মুখে পড়েন বলিউড তারকারা। তবে মাঝেমধ্যে তাঁদের কাণ্ডকারখানা দেখলে সত্যি হাসি চেপে থাকা দায়! সদ্যই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন ভূমি পেদনেকর। ‘বধাই দো’ তারকা সদ্যই হাজির ছিলেন নেটফ্লিক্সের পার্টিতে। সেখানেই ভূমির পোশাক আর পোজ দেওয়ার কায়দা নিয়ে হল জমিয়ে সমালোচনা।
কেরিয়ারের শুরু থেকেই চর্চায় থেকেছেন ভূমি। ‘দম লাগাকে হাঁইসা’ ছবিতে ৯০ কিলোর ভূমিকে দেখেছিল দর্শক। এরপর নিজের ভোল পালটে সকলকে চমকে দেন ভূমি। ৩৫ কিলো ওজন ঝরিয়ে ছিপছিপে আর তন্বী ভূমি তাক লাগিয়েছিলেন। তবে নিজেদের শরীর নিয়ে বলি-নায়িকাদের অবসেশনের কমতি নেই। 'ফ্ল্যাট বেলি' সবার পছন্দ, কিন্তু তা বলে টোনড ফিগার তুলে ধরতে গিয়ে দীর্ঘক্ষণ নিঃশ্বাস আটকে রাখা মোটেই সহজ নয়! এদিনের পার্টিতে রেড কার্পেটে ক্য়ামেরার সামনে পোজ দেওয়ার সময় ভূমি নিজের দম আটকে থাকেন দীর্ঘক্ষণ, তাঁর সেই কাণ্ড পুরোটাই ক্যামেরাবন্দি হয়েছে। যার জেরেই ট্রোলিং হচ্ছে দেদার। একজন লেখেন, ‘দিদি, একটু দম নাও , এবার তো নিঃশ্বাস আটকে যাবে তোমার’। অপর একজন লেখেন, ‘পাক্কা বাড়ি ফিরে ইনহেলার নিতে হয়েছে! মানুষ এতসময় দম আটকে থাকে কী করে, কী কষ্ট!’
শুধু শ্বাস আটকে পোজ দেওয়ার জেরেই নয়, ভূমির আউটফিট নিয়েও চলল কাটাছেঁড়া। এদিন ভূমির পরনে ছিল কালো রঙা অফ-শোল্ডার ব্লালেট, সঙ্গে সি-থ্রু টপ আর কালো রঙা স্কার্ট। পোশাকের সঙ্গে জমকালো মেকআপে পাওয়া গেল ভূমিকে। তবে নায়িকার গ্ল্য়ামারাস লুককে ‘গরীরে কিম কার্দাশিয়ান’ বলে ট্রোল করল নেটপাড়া। অনেকে আবার বডি শেম করতেও ছাড়ল না ভূমিকে। একজন লেখেন, ‘লিপ সার্জারিটা ঠিকভাবে হয়নি’। অপর একজন লেখেন, ‘উরফি জাভেদের বোন লাগছে’। ভূমিকে কটাক্ষ করে এক নেটিজেন লেখেন, ‘তোমার ফিগারটা মোটেই সুন্দর নয়, অহেতুক চেষ্টা করো না’।
আরও পড়ুন-গাড়ির ভিতর রহস্যময় পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ভূমি, চুমুর ভিডিয়ো সামনে আসতেই হইচই!
আপতত নিজের লাভ লাইফের জেরেও চর্চায় ভূমি। সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আসরে হাজির ছিলেন ভূমি। সোনালি শাড়ি আর ডিপ নেকলাইনের ব্লাউজে ভূমির সেক্সি অবতার নজর কেড়েছিল সকলের। সেখান থেকে বেরিয়েই নিজের গাড়িতে এক রহস্যময় পুরুষকে গাঢ় চুমু খান অভিনেত্রী। সূত্রের খবর সেই পুরুষ আর কেউ নন, বিল্ডার যশ কাটারিয়া। তাঁর সঙ্গেই নাকি প্রেম করছেন ভূমি পেদনকের।
ভূমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘গোবিন্দা মেরা নাম’ ছবিতে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল এই ছবি। ‘দ্য লেডি কিলার’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’, ‘আফওয়া’, ‘ভিড়’-এর মতো প্রোজেক্ট আপতত রয়েছে ভূমির ঝুলিতে।