মহিলা অভিনেত্রীদের উপর যৌন নির্যাতনের একাধিক অভিযোগে এই মুহুর্তে উত্তাল মলিউড বা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। তারপর সম্প্রতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর আগুনে ঘৃতাহুতি পড়েছে। ঠিক তখনই বিস্ফোরক অভিযোগ করলেন মালায়ালি অভিনেত্রী খুশবু সুন্দর। বললেন, ‘আমি তো মাত্র ৮ বছর বয়সেই নিজের বাবার নির্যাতনের শিকার হই।’
হ্যাঁ, ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন খুশবু সুন্দর। অভিনেত্রী অবশ্য ২০২৩ সালেই এবিষয়ে মুখ খুলেছিলেন। খুশবুর আফসোস, আমার হয়ত অনেক আগেই এবিষয়ে মুখ খোলা উচিত ছিল।'
খুশবুর কথায়, ‘আমার সঙ্গে যা হয়েছে, তা আমার ক্যারিয়ার গড়ার জন্য কোনো আপস ছিল না। আমি সেই ব্যক্তির হাতেই নির্যাতিত হই, যাঁর আমি পড়ে গেলে আমাকে ধরে রাখার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হাতে তুলে নেওয়ার কথা ছিল’। নিজের এক্স-এ একটি পোস্টে লিখেছেন।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খুশবু। বলেন, মাত্র ৮ বছর বয়সে তিনি বাবার যৌন লালসার শিকার হন। ১৫ বছর বয়সে তিনি যখন বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন, তখন তাঁর বাবা পরিবারকে ছেড়ে চলে যান।
হেমা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অভিনেত্রী তাঁদের পুরুষ সহযোগীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। যে ঘটনা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলা মহিলাদের হয়রানি ও শোষণের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি হেমা কমিটির তদন্ত ও রিপোর্টের সমর্থনেও সুর চড়িয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী খুশবু সুন্দর।
খুশবুর কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বিরাজমান #MeToo যখন আপনাকে বিপর্যস্ত করে। ঠিক তখন সেই মহিলাদের কুর্নিশ যাঁরা তখনও তাঁদের পা মাটিতে শক্ত করে রেখেছিলেন। এই নির্যাতন বন্ধ করার জন্য #HemaCommittee-র খুব প্রয়োজন ছিল। কিন্তু তা কি হবে? তবে শুধু ইন্ডাস্ট্রিতে নয়, কেরিয়ারে উন্নতির প্রত্যাশায় আপোস করা, বা মহিলাদের থেকে যৌনতা চাওয়া এই বিষয়টি প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। শুধু একজন মহিলাকে একা এই বিষয়টির মধ্যে দিয়ে যেতে হয়, এমনটা নয়, বহু পুরুষও এর শিকার হন।’
পুরুষদের উদ্দেশ্যে খুশবু আরও লিখেছেন, ‘মনে রাখবেন, প্রতিটি পুরুষও একজন নারীর ঘরে জন্মগ্রহণ করেছে। যে নারী অবিশ্বাস্য ব্যথাও ত্যাগ সহ্য করেছেন। অনেক মহিলা আপনার লালন-পালনে অপরিহার্য ভূমিকা পালন করেছে। আর সেটাই আপনাকে আজকের ব্যক্তিতে রূপ দিয়েছে। আপনার মা, বোন, মাসি, শিক্ষক এবং বন্ধুবান্ধব …। তাই আমাদের সঙ্গে দাঁড়ান, আমাদের রক্ষা করুন এবং সেই মহিলাদের সম্মান করুন যাঁরা আপনাকে জীবন এবং ভালবাসা দিয়েছেন। সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের কণ্ঠস্বর শোনা হোক এবং আপনাদের কর্মকাণ্ডে প্রত্যেক নারীর প্রাপ্য সম্মান ও সহানুভূতির প্রতিফলন ঘটুক।’
বিজেপি নেত্রী খুশবু পুরুষদের উদ্দেশ্যে আরও বলেন, ‘মনে রাখবেন আমরা একসঙ্গে আরও শক্তিশালী। আর শুধু একসঙ্গেই আমরা এই ক্ষতগুলি সংশোধন করতে পারি, এক নিরাপদ, আরও সহানুভূতিশীল বিশ্বের পথ প্রশস্ত করতে পারি। আসুন আমরা বুঝতে শিখি যে অনেক মহিলা তাঁদের পরিবারের সমর্থনও পান না। তারা ছোট শহর থেকে আসে তাদের চোখে থাকে উজ্জ্বল আশা। তবে অনেকক্ষেত্রেই এই স্বপ্নগুলি কুঁড়িতে ছিন্নভিন্ন এবং চূর্ণবিচূর্ণ হতে দেখা যায়।’
প্রসঙ্গত, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নির্যাতন সম্পর্কিত ঘটনায় বিচারপতি কে হেমা কমিটির রিপোর্ট অনুসারে প্রায় ১৫ জনেরও বেশি মহিলা তাঁদের পুরুষ সহকর্মীদের দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন।