সপ্তাহন্তে ছুটির দিনে নেটপাড়ায় উত্তাপ ছড়ালেন সৌরভ ঘরণী দর্শনা। ফোন স্ক্রল করতে গিয়ে এদিন অনেকেই দর্শনার সোশ্য়াল মিডিয়ার পাতায় চোখ রেখেছেন। বলা ভালো এদিন শরীরি সৌন্দর্যে বহু পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন অভিনেত্রী দর্শনা বণিক।
কিন্তু কী এমন করেছেন দর্শনা?
শনিবার ফেসবুকের পাতায় পুলের জলে সাঁতারের ভিডিয়ো পোস্ট করেছেন সৌরভ ঘরণী। যেখানে স্নান পোশাকে পুলের জলে ভেসে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। কখনও সোজা হয়ে কখনও আবার উল্টো করে ভেসে সাঁতার কাটতে দেখা গিয়েছে দর্শনা বণিককে। কখনও আবার তিনি পুলের জলে মিউজিকের ছন্দে জলকেলিতে মজেছেন। যা দেখে নেটপাড়ায় অনেকেই লিখছেন, ‘ঠিক যেন জলপরী…’। অনেকেই দর্শনাকে ভালোবাসায় ভরিয়েছেন। তাবে তারই মধ্যে কিছু নীতিপুলিশ ভ্রু কুঁচকেকে দর্শনাকে নীতিকথা শোনানোরও চেষ্টা করেছেন। কেউ আবার মজা করে লিখেছেন, ‘অলিম্পিক কলিং…’।
আরও পড়ুন-'স্পটলাইট থেকে শত মাইল দূরে থেকেও ওঁরা…', অনসূয়া ও পায়েলকে নিয়ে কী লিখলেন পরমব্রত?
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের নায়ক, পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে মিলে বাংলাদেশের 'ওমর' ছবিতে অভিনয় করেছেন দর্শনা বণিক। যে ছবির ‘ভাইরাল বেবি’ গানে দর্শনা বণিকের নাচ এখন নেটপাড়ায় বেশ ভাইরাল। কিছুদিন আগে দর্শনার স্বামী সৌরভকেও নিজের গাড়িতে বউয়ের 'ভাইরাল বেবি'গান চালিয়ে নাচতে দেখা গিয়েছে। আবার কলকাতায় শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক।
এদিকে ব্যক্তিগত জীবনে গতবছর ১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক। গতবছরের শেষে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দম্পতি। গত বছর সৌরভ-দর্শনার প্রেম যখন চর্চায়, তখনই মুক্তি পায় ঈশান মিত্রর গাওয়া ‘ছেড়ে যাওয়া হাত’ গানের মিউজিক ভিডিয়োটি, যেখানে অভিনয় করেছিলেন সৌরভ-দর্শনা। এছাড়াও সৌরভের সঙ্গে জুটি বেঁধে সিনেমার পর্দাতেও অভিনয় করেছেন দর্শনা।
এদিকে বিয়ের ঠিক আগে আগে দর্শনা এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে খোলসা করে জানিয়েছিলেন, ‘২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই। সব ঠিকঠাক থাকলে বিয়েই করে নেব, এটাই দুজনে ঠিক করে রেখেছিলাম। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না’। একই সঙ্গে দর্শনা বলেছিলেন, তিনি এবং সৌরভ দুজনের কেউই চাননি আর লিভ-ইন সম্পর্কে যেতে। দর্শনার কথায়, তিনি লিভ ইনে বিশ্বাসী নন, আর সৌরভও আর লিভ-ইনে যেতে চাননি। তাই তাঁরা বিয়েটাই করে নেন।