গত ১১ নভেম্বর দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রাম পোস্টে দেবিনার মা হওয়ার কথা জানান, স্বামী গুরমিত চৌধুরী। সময়ের আগেই মা হয়েছেন এই বাঙালি অভিনেত্রী। দ্বিতীয় সন্তানের জন্মের পর ‘গোপনীয়তা বজায় রাখার’ আবেদন জানিয়েছিলেন গুরমিত। এবার প্রসবোত্তর যন্ত্রণার সফর ব্যক্তি করলেন হিন্দি টেলিভিশনের ‘সীতা’। পোস্টপার্টাম বডি-র পরিস্থিতি কেমন? দেবিনা ছবিতে তুলে ধরলেন। দেবিনার ‘ফোলা হাত-পা’-এর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে এই যন্ত্রণার ফসল ‘মিঠে’ তাও জানাতে ভোলেননি দেবিনা।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন দেবিনা এবং তাঁর একরত্তি। অভিনেত্রীর সাত মাসের মেয়ে লিয়ানা সেজেগুজে বাড়িতে স্বাগত জানিয়েছে ছোট্ট বোনকে। শনিবার ইনস্টাগ্রাম পোস্টে দেবিনা শেয়ার করেছেন এই অল্প সময়ের ব্যাবধানে দু-বার সন্তানের ধারণ করবার পর তাঁর শরীরের কী পরিস্থিতি। একটি ছবিতে মেয়ের ঝলকও শেয়ার করেছেন অভিনেত্রী।
নিজের ‘পোস্টপার্টাম বেলি’-র ছবি পোস্ট করে দেবিনা লেখেন- ‘এটা একদম সত্যি…সেই সব জিনিস যা তোমাকে মেরে ফেলে না, তোমাকে আরও শক্তিশালী করে তোলে। গত কয়েকটা মাস আর দিনগুলো খুব ধকল গেছে। সবার মতামত,শারীরিকভাবে অনেক কাজে অক্ষমতা এবং পদ্ধতিগত নানান সমস্যায় জর্জরিত ছিলাম। সবটা হাসিমুখে পার করেছি। আমার পোস্টপার্টাম বেলি… ধীরে ধীরে সুস্থতার পথে’।
ছবিতে নতুন মায়ের দেখা মিলেছে স্পোর্টস ব্রা এবং জিম প্যান্টে। বোঝাই যাচ্ছে মা হওয়ার পর ইতিমধ্যেই যোগব্যায়ামের মাধ্যমে নিজের পুরোনো শরীর ফিরে পাওয়ার চেষ্টায় লেগে পড়েছেন দেবিনা। অভিনেত্রী আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁর পায়ের অবস্থা ধরা পড়েছে। এই মুহূর্তে অভিনেত্রী হাত-পা ফোলা। সেই ছবি তুলে ধরে দেবিনা লেকএন- ‘আপতত পা-হাত সব ফোলা… সুস্থ হচ্ছি…. একটু একটু করে কিন্তু আমি পজিটিভ’। এরপর মেয়ের ছোট্ট হাতের ছবি তুলে ধরে দেবিনা লেখেন- ‘এই সবকিছু সহ্য করা যায়, যখন তোমার হাতে এই ছোট্ট মিরাকেল থাকে। আমি এখন আগের চেয়েও বেশি শক্তিশালী আর সাহসী’।
অনেক চেষ্টার পর বিয়ের ১১ বছরের মাথায় সন্তানসুখ লাভ করেন দেবিনা। এই বছর এপ্রিল মাসের ৩ তারিখ জন্ম হয়েছিল গুরমিত-দেবিনার প্রথম সন্তান, লিয়ানার। এখনও ভালোভাবে হাঁটতেও শেখেনি সে, এর মাঝেই দ্বিতীয়বার মা হলেন দেবিনা।
শোভাবাজারের মেয়ে দেবিনা। ২০০৬ সাল থেকে অভিনেত্রী ডেট করেছেন পঞ্জাবি মুন্ডা গুরমিতকে। এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। সেখান থেকে সম্পর্ক। ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে সাত পাক ঘোরেন দুজনে। ‘নাচ বলিয়ে’র মতো ডান্স রিয়ালেটি শো-তে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে।