বাংলা নিউজ > বায়োস্কোপ > Ipshita Mukherjee: অপারেশন হয়েছে হাসপাতালের বিছানা থেকে ছবি দিলেন অভিনেত্রী, কী হয়েছে ইপ্সিতা মুখোপাধ্যায়ের?

Ipshita Mukherjee: অপারেশন হয়েছে হাসপাতালের বিছানা থেকে ছবি দিলেন অভিনেত্রী, কী হয়েছে ইপ্সিতা মুখোপাধ্যায়ের?

ইপ্সিতা মুখোপাধ্যায়

এদিকে অসুস্থতার কারণে আরজি করের ঘটনার প্রতিবাদে তিনি সকলের সঙ্গে রাস্তায় নেমে সামিল হতে পারছেন না, সেকারণে নিজের খারাপ লাগার কথাও জানান ইপ্সিতা মুখোপাধ্যায়।

হাসপাতালের বিছানায় বসে, পরেছেন সেখানকারই পোশাক। অসুস্থতা সত্ত্বেও হাসিমুখেই দেখা গেল অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়কে। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর বাবা-মা। নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় ছবিটি পোস্ট করেছেন ইপ্সিতা। কিন্তু কী হয়েছে তাঁর?

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই ছবিটি পোস্ট করে বাবা-মায়ের উদ্দেশ্যে ইপ্সিতা লিখেছেন, ‘আমার জীবনের শিক্ষক, প্রণাম, আমাকে জন্ম দেওয়ার জন্য, প্রণাম, আমাকে সাবলীল বানানোর জন্য, প্রণাম, আমার সমস্ত ভুলে আমার পাশে থেকে ঠিক পথ টা চিনতে সাহায্য করার জন্য, প্রণাম, আমার জীবনের প্রত্যেক মুহূর্তে হাসি মুখেআমাকে আগলে রাখার জন্য। তোমরা আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সাহস, আমার পরিচয়, আমার পৃথিবী। শুধু আজ নয়, প্রত্যেকদিন ই তোমাদের।’ এই পোস্টের সঙ্গে একটা লাভ ইমোজিও দিয়েছেন ইপ্সিতা।

এদিকে অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই তাঁকে জিগ্গেস করেন, তাঁর ঠিক কী হয়েছে? অভিনেত্রীর বহু অনুরাগীই তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে এবিষয়ে টিভি৯ বাংলাকে ইপ্সিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ। তাঁর গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে। চিকিৎসকরা আপাতত তাঁকে সিঁড়ি ভাঙতে মানা করেছেন। ইপ্সিতার কথায়, মা-বাবাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, তাই তিনি এই পোস্ট করেছেন। ছবিটি কিছুদিন আগের তোলা, যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে যেকোনও পরিস্থিতিতে বাবা-মাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক সেটা বোঝাতেই তিনি এই পোস্ট করেন বলে জানিয়েছেন ইপ্সিতা। 

এদিকে অসুস্থতার কারণে আরজি করের ঘটনার প্রতিবাদে তিনি সকলের সঙ্গে রাস্তায় নেমে সামিল হতে পারছেন না, সেকারণে নিজের খারাপ লাগার কথাও জানান ইপ্সিতা মুখোপাধ্যায়। এদিকে বেশকিছুদিন আগে জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি শেষ হওয়ার পর আপাতত এখন আর টেলিপর্দায় দেখা যাচ্ছে না ইপ্সিতাকে। তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। 

বায়োস্কোপ খবর

Latest News

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.