বাংলা নিউজ > বায়োস্কোপ > Janhvi Kapoor: ডিপ নেকলাইনের গাউনে স্পষ্ট বক্ষ বিভাজিকা, জাহ্নবীর শরীর থেকে চুঁইয়ে পড়ছে হটনেস!

Janhvi Kapoor: ডিপ নেকলাইনের গাউনে স্পষ্ট বক্ষ বিভাজিকা, জাহ্নবীর শরীর থেকে চুঁইয়ে পড়ছে হটনেস!

জাহ্নবী কাপুর

ঠিক যেন ডিজনি প্রিন্সেস! আকাশি রঙা মারমেড গাউনে লেন্সবন্দি শ্রীদেবী কন্যা। নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন জাহ্নবী। 

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হামেশাই উষ্ণতার পারদ চড়ান শ্রীদেবী কন্যে। এলে বিউটি অ্যাওয়ার্ডসে আসমানি নীল গাউনে ঝলমল করলেন জাহ্নবী কাপুর। তাঁকে দেখে মনে হবে ঠিক যেন ডিজনির প্রিন্সেস তিনি। ডিপ নেকলাইনের ফাঁক দিয়ে উঁকি মারছে স্তনযুগল, খোলা চুল আর বাঁকা চাউনিতে হটনেস ছড়াচ্ছেন জাহ্নবী। এদিন সিকুইন মারমেড গাউন পরেছিলেন জাহ্নবী সঙ্গে ছিল ম্যাচিং গ্লাভস, কোনওরকম জুয়েলারি দিয়ে নিজেকে সাজাননি অভিনেত্রী।

নিজের এই লুকটির অনুপ্রেরণা কারা? খোলসা করেছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে নায়িকা জানানন, চিত্রশিল্পী সান্দ্রো বত্তিচেল্লির আঁকা ‘বার্থ অফ ভেনাস’ এবং ‘দ্য লিটিল মারমেড’-এর এরিয়েলের আদলে নিজেকে সাজিয়েছেন তিনি।

অভিনেত্রী এই লুকে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন- ‘ভাবনা ছিল বত্তিচেল্লি ভেনাস আর দ্য লিটিল মারমেডকে মিলিয়ে দেওয়ার’। জাহ্নবীর এই লুক দেখে অনেক নেটিজেনই কাইলি জেনারের সঙ্গে তুলনা টেনেছিলেন এই বলি নায়িকার। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার কাইলির সঙ্গে তুলনা টানা হয়েছে শ্রীদেবীর ‘জানু’র।

জানেন কি কাইলি জেনার কিন্তু জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবীকে। শুধু তাই নয়, জাহ্নবীর জন্য একটি উপহারও পাঠিয়েছিলেন কাইলি, সবটাই অভিনেত্রী খোলসা করেন ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর একটি এপিসোডে। এই শো'র অন্যতম অংশ জাহ্নবীর কাকিমা মাহিপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী)। জাহ্নবীর জন্য একটি মিষ্টি বার্তাও পাঠিয়েছিলেন কাইলি।

কাইলির সঙ্গে তুলনা জাহ্নবীর
কাইলির সঙ্গে তুলনা জাহ্নবীর

জাহ্নবীর এই লুক এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। নায়িকার ফ্যাশন সেন্স ও সুন্দর শরীরে মুগ্ধ নেটিজেনরা। জাহ্নবীর এই সেক্সি লুক পুরুষ হৃদয়ের ধুকপুকানি যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা স্পষ্ট।

বক্স অফিসে জাহ্নবীর শেষ রিলিজ ছিল ‘মিলি'। আগামিতে তাঁকে দেখা যাবে ‘বাওয়াল’ ছবিতে। নীতিশ তিওয়ারির এই ছবিতে প্রথমবার বরুণ ধাওয়ানের নায়িকা জাহ্নবী। এছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। এই ছবিতে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে।

 

বায়োস্কোপ খবর

Latest News

ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকারার উপদ্রপ শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর ‘আমি নাকি BJP করি…’, অরিত্রর বাড়িতে হামলা! 'পরের উত্তরটা অভিষেক-মমতার থেকে নেব' নবরাত্রিতে রীতি মেনে কন্যা পুজো করলেন ভিকি-অঙ্কিতা শতরান হাতছাড়া পান্ডিয়ার, নিখিলদের ব্যাটে অজিদের বিরুদ্ধে বড় ইনিংসের পথে ভারত শারদীয়া নবরাত্রির এই ৯ দিনে করুন লবঙ্গ দিয়ে এই কাজ, ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে বাবা পাকিস্তানি হলেও, মা ছিলেন জম্মুর মেয়ে, মাতৃহারা আদনান সামি পঞ্চমীতে রাজ্য জুড়ে কর্মসূচি জুনিয়র ডাক্তারদের, বড় ঘোষণা ধর্মতলা থেকে টিভিতে ডেবিউ করলেন কনীনিকা কন্যা কিয়া, জি বাংলার কোন শো-তে দেখা যাবে খুদেকে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.