বাংলা নিউজ > বায়োস্কোপ > ভ্যানগগের জীবন্ত শিল্পে মজে জয়া আহসান, শেয়ার করলেন লন্ডনের প্রদর্শনীর টুকরো ছবি

ভ্যানগগের জীবন্ত শিল্পে মজে জয়া আহসান, শেয়ার করলেন লন্ডনের প্রদর্শনীর টুকরো ছবি

জয়া আহসান

ভ্যানগগের জীবন্ত শিল্পের মায়াজালে জয়া আহসান..

ভিনসেন্ট উইলিয়াম ভ্যানগগ। পৃথিবী বিখ্যাত এই ডাচ চিত্রশিল্পী। তাঁর মৃত্যুর পরই শিল্পীর হাতে আঁকা ছবির মূল্য হয়েছে আকাশ ছোঁয়া। এক দশকের মধ্যে প্রায় দু'হাজার ছবি এঁকেছিলেন তিনি। একাকীত্ববোধ এবং মানসিক অসুস্থতার কারণে মাত্র ৩৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এবার ভ্যানগগের শিল্পকলায় মজেছেন অভিনেত্রী জয়া আহসান। গত বছরের নভেম্বরে লন্ডনে গিয়েছিলেন এপার-ওপার দু’পার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। লন্ডনে এক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই ভ্যানগগের আলোয় ও তাঁর সৃষ্টিতে মজে নায়িকা। শেয়ার করেছেন বেশ কিছু ছবি এবং ভিডিয়ো। ক্যাপশনে লেখা, ‘লন্ডনে দিনটা কেমন ভ্যানগগে মুড়ে রইল। আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠল তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রঙ। বিষণ্ণ আলোয় মনটা ভরে গেল’।

চারপাশের দেয়ালে শোভা পাচ্ছে প্রখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের শিল্পকর্ম। এসব চিত্রকর্ম স্থির নেই, জীবন্ত হয়ে উঠেছে! এ শিল্পীর বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’, ‘ভাস উইথ ফিফটিন সানফ্লাওয়ারস’সহ বেশ'কটি চিত্রকর্ম যেন জীবন্ত। প্রদর্শনীর ঘোর এখনো কাটেনি জয়ার। মুগ্ধতার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও ভোলেননি অভিনেত্রী। 

 

বন্ধ করুন