বাংলা নিউজ > বায়োস্কোপ > বৃষ্টিতে ভিজে আমিরকে চুমু খাওয়া এখনও ভুলতে পারেননি, স্বীকার করলেন করিশ্মা

বৃষ্টিতে ভিজে আমিরকে চুমু খাওয়া এখনও ভুলতে পারেননি, স্বীকার করলেন করিশ্মা

করিশ্মা কাপুর (ছবি-ইনস্টাগ্রাম)

একটা গাছের তলায় আমির আমার ঠোঁটে ঠোঁট রাখে। বহুবার রিটেক হয় দৃশ্যটি।

একসময়ে কাপুর পরিবারে বউ এবং মেয়েদের অভিনয় জগতে আসার ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু মা ববিতার হাত ধরে সেই নিষেধাজ্ঞা উড়িয়ে অভিনয় জগতে পা রাখেন করিশ্মা। নয়ের দশকে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। তারপর ২০০৩ সালে পেশায় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ের পর নেন লম্বা বিরতি। সেরকম ভাবে রুপোলি পরদায় ফেরা হয়নি করিশ্মার। সম্র্রতি, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লোলোর প্রথম ওয়েব সিরিজ ‘মেন্টালহুড’।

ভাবছেন নিশ্চয়ই আমিরের সঙ্গে চুমু খাওয়ার কথা নায়িকা কেন বলে বসলেন হঠাৎ! আসলে সম্প্রতি ভাইরাল হয়েছে করিশ্মার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। যেখানে রাজা হিন্দুস্তানি ছবিতে আমিরের সঙ্গে অনস্ক্রিন ছবিতে চুমু খাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা। 

ওই সাক্ষাৎকারে করিশ্মা বলেন, ‘রাজা হিন্দুস্তানি ছবিতে চুমুর দৃশ্যের জন্য খুব খাটতে হয়েছিল আমাদের। মনে আছে সেদিন রানিক্ষেতে খুব বৃষ্টি। পাতলা শিফনের পোশাকে আমি। একপ্রকার ঠান্ডায় কাঁপছি। দু’জনেই পুরো ভিজে গিয়েছিলাম। ওই সময়েই একটা গাছের তলায় আমির আমার ঠোঁটে ঠোঁট রাখে। বহুবার রিটেক হয় দৃশ্যটি। শ্যুটিং করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারি, সেই সময়ে রুপোলি পরদার সবচেয়ে দীর্ঘ্য চুম্বনের দৃশ্য ছিল সেটি।’

একগাল হেসে করিশ্মা জানান, পরদায় আমিরকে চুমু খাওয়ার কথা আজও ভুলতে পারেননি তিনি। 

অভিনয়ের সঙ্গে এখন আর সেভাবে যুক্ত না থাকলেও বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ করিশ্মা। এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ডিজাইনারের হয়ে র‍্যাম্প ওয়াক করেন তিনি। করণ থেকে শুরু করে খান পরিবার— দেখা মেলে বলিউডের সব হাইপ্রোফাইল পার্টিতেও।

বায়োস্কোপ খবর

Latest News

চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.